পোপের মধ্যপ্রাচ্য সফর
১৫ মে ২০০৯বিভিন্ন দেশে দেয়া তাঁর বক্তব্য, আহ্বানেরও অপরিসীম গুরুত্ব রয়েছে যেমন বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর কোটি কোটি ভক্ত, অনুরাগীর কাছে, তেমনই অন্য সম্প্রদায়ের মানুষের কাছেও৷ কেননা পোপ সবসময়ই ক্যাথলিক খ্রিস্টধর্মের শীর্ষনেতা হিসেবে সর্বজন শ্রদ্ধেয়৷
পোপ তাঁর সফরের প্রথমে যান জর্ডানে৷ জর্ডানের রাজধানী আম্মান থেকে পোপ যান ইসরায়েলের রাজধানী তেলআভিভে৷ সেখানে পৌঁছার পর পোপ বলেন, বিভিন্ন মতপার্থক্য দূর করতে ইলরায়েলী এবং ফিলিস্তিনিদের সকল সম্ভাবনা কাজে লাগাতে হবে৷ তাঁর সফরের দ্বিতীয় দিন পোপ জেরুসালেমে মুসলিম, ইহুদি এবং খ্রীস্টানদের পবিত্র জায়গাসমুহ পরিদর্শন করেন৷ সেখানে পোপ বলেন, জেরুসালেমের পবিত্র ভূমিতে বিশ্বের তিনটি প্রধান একেশ্বরবাদী ধর্মের পথ এসে একসঙ্গে মিশে গেছে৷ তিনি বলেন, যা আমাদেরকে এই তিনটি ধর্মের সমধর্মী বৈশিষ্টগুলো নতুন করে স্মরণ করিয়ে দেয়৷
বুধবার পোপ বেনেডিক্ট যান পশ্চিমতীরের বেথলেহেমে৷ পোপ গাজাবাসীদের বলেন, গাজা থেকে ইসরায়েলী অবরোধ খুব শিগগিরি তুলে নেয়া হবে বলে তিনি আশা করেন৷ সেখানে তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান৷ ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, আপনারা কি ধরনের দুর্দশার মধ্যে আছেন তা আমি জানি৷ পোপ বেনেডিক্ট একটি ফিলিস্তিন শরণার্থী শিবির পরির্শন করেন এবং সেখানে বলেন, যারা গৃহহীন হয়েছেন, সেইসব পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে৷
প্রতিবেদক: ফাহমিদা সুলতানা, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক