জেরুসালেমের মুসলিম ও ইহুদিদের বিভিন্ন পবিত্র স্থানে পোপ
১২ মে ২০০৯পোপ ষোড়শ বেনেডিক্ট ইসরায়েল সফরের দ্বিতীয় দিনে পবিত্র আল আকসা মসজিদে যান৷ তিনি তাঁর লাল রঙের চামড়ার জুতা খুলে মসজিদে প্রবেশ করেন৷ বেনেডিক্টই প্রথম পোপ যিনি মুসলমানদের ঐ পবিত্র স্থানে প্রবেশ করলেন৷ তিনি সেখানেজেরুসালেমের গ্র্যান্ড মুফতি মোহাম্মদ হুসেইন এর সাথে বৈঠকে ইসলাম, খ্রিষ্টান ও ইহুদি ধর্মের মৌলিক উৎস এক ও অভিন্ন বলে উল্লেখ করেন৷ এই স্থান একেশ্বরবাদে বিশ্বাসী তিন ধর্মের দৃষ্টিতেই অতীব পবিত্র এবং ঐতিহাসিক ধর্মীয় ঘটনাবলীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত৷
এদিকে, সারাবিশ্ব জুড়ে ইহুদিদের লক্ষ্য করে খ্রিষ্টান মিশনারি অভিযান বন্ধে পোপ ষোড়শ বেনেডিক্টের ঘোষণাকে ইহুদিদের শীর্ষ দুই ধর্মযাজক স্বাগত জানিয়েছেন৷ পোপের সাথে বৈঠকের পর ইসরায়েলে ইহুদিদের ঐ দুই ধর্মযাজক পোপের সিদ্ধান্তের প্রশংসা করেন৷ বৈঠকে পোপ আবারও খ্রিষ্টান এবং ইহুদিদের মধ্যে ‘প্রকৃত এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক' গড়ে তোলার আহ্বান জানান৷ বৈঠকে উপস্থিত ইহুদিদের আশকেনাজি সম্প্রদায়ের প্রধান রাব্বি ইয়োনা মেৎজগার ধর্ম ভিত্তিক এক ‘জাতিসংঘ' গঠনের প্রস্তাব করেন৷ তাঁর মতে, এই ‘জাতিসংঘে' শুধুমাত্র বিভিন্ন ধর্মের প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করবেন৷
ভ্যাটিকানে রাব্বি প্রতিনিধি শিয়ার ইয়াশুভ কোহেন বলেন, বর্তমান পোপ তাঁর পূর্বসূরি পোপ দ্বিতীয় জন পলের দৃষ্টান্ত অনুসরণ করবেন বলে কথা দিয়েছেন৷ তিনিও ইহুদিদের লক্ষ্য করে খ্রিষ্টান মিশনারি অভিযান বন্ধে পদক্ষেপ নেবেন৷ কোহেন আরো জানিয়েছেন, যে জেরুসালেমে ইহুদি ধর্ম যাজকদের সাথে বৈঠককালে পোপ ষোড়শ বেনেডিক্ট দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় ক্যাথলিক চার্চে লুকিয়ে ফেলা ইহুদি সন্তানদের তালিকা প্রকাশের সম্ভাব্যতা বিবেচনা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন৷ ইহুদি রাব্বিদের সাথে বৈঠকের পর পোপ যিশু খ্রিষ্টের ক্রুশবিদ্ধ হওয়ার আগে তাঁর ‘লাস্ট সাপারে'র স্থান পরিদর্শন করেন৷
এর আগে পোপ ইহুদিদের পবিত্রতম স্থান ‘পশ্চিম প্রাচীর' পরিদর্শন করেন৷ সেখানে তিনি এক বিশেষ প্রার্থনায় মধ্য প্রাচ্য তথা পবিত্র ভূমির নির্যাতিত সব মানুষের শান্তি কামনা করেন৷ তিনি প্রথা অনুযায়ী দেয়ালের ফাটলে একটি ভাঁজ করা প্রার্থনালিপি গুঁজে দেন এবং কিছুক্ষণ চোখ বন্ধ করে নীরবতা পালন করেন৷
এদিকে ইসরায়েলি সংসদের স্পিকার রিউভেন রিভলিন ইহুদি নিধনযজ্ঞের ব্যাপারে জার্মান বংশোদ্ভূত পোপ ষোড়শ বেনেডিক্টের মনোভাবের সমালোচনা করেছেন৷ তিনি বলেন, ইয়াদ ভাশেম হলোকস্ট স্মৃতিস্তম্ভে দেয়া ভাষণে পোপ যেন বাইরে থেকে একজন ইতিহাসবিদের মত কথা বলেছেন৷
খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান পোপের ইসরায়েল সফরকালে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে৷ শত শত ইসরায়েলি পুলিশ এবং সেনা সদস্য মোতায়েন করা হয়েছে৷ এছাড়া আকাশে টহল দিচ্ছে বিমান বাহিনীর হেলিকপ্টার৷ দিনের শেষে তাঁর গার্ডেন অব গেথসেমানে হাজার হাজার ভক্তের সমাবেশে বক্তৃতা করার কথা রয়েছে৷
প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক