1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পোপ

১৩ মে ২০০৯

প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট৷ মধ্যপ্রাচ্য সফরের এক পর্যায়ে বুধবার বেথলেহেমে পৌঁছে পোপ, স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার ফিলিস্তিনিদের দাবির প্রতি সমর্থন জানান৷

https://p.dw.com/p/HpOl
প্যালেস্টাইনে পোপছবি: AP

পোপ ষোড়শ বেনেডিক্ট পশ্চিমতীরের বেথলেহেমে পৌঁছে বক্তব্য রাখার সময় ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান৷ এই অঞ্চলকে সন্ত্রাসবাদ এবং সহিংসতার কেন্দ্রে পরিণত না করার জন্যে তিনি ফিলিস্তিনিদের প্রতিও আহ্বান জানান৷ যিশুখ্রিষ্টের জন্মস্থান হিসেবে পরিচিত বেথলেহেম শহরে আয়োজিত প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন পোপ৷ পরে তিনি ম্যানজার স্কোয়ারে হিতোপদেশমূলক বক্তব্য রাখেন এবং একটি শরণার্থী শিবির পরিদর্শন করেন৷

পোপ গাজাবাসীদের উদ্দেশ্যে বলেন, গাজা থেকে ইসরায়েলি অবরোধ খুব শিগগিরি উঠিয়ে ফেলা হবে বলে তিনি আশাবাদী৷ ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পোপ ষোড়শ বেনেডিক্ট বলেন, আমি জানি আপনারা কতটা দুর্দশার শিকার৷ একই সঙ্গে পোপ ফিলিস্তিনি শরণার্থীদেরকে বলেন, যারা গৃহহীন হয়েছে সেইসব পরিবারের জন্যে সবসময় আমি সমবেদনা বোধ করি৷

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পোপ ষোড়শ বেনেডিক্টকে স্বাগত জানান এবং ফিলিস্তিনিদের দুর্দশা বুঝতে পারার জন্যে ধন্যবাদ জানিয়ে শান্তির আহ্বান জানান৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য