1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজআফ্রিকা

জীবনের ঝুঁকি নিয়ে স্বর্ণ উত্তোলন

২১ নভেম্বর ২০২১

জীবনের ঝুঁকি নিয়ে পাহাড় খুঁড়ে স্বর্ণ উত্তোলন করেন কঙ্গোর বাসিন্দারা৷ দারিদ্র্য ঘোচাতে কতটা সহায়ক তাদের এ ঝুঁকিপূর্ণ কাজ?  

https://p.dw.com/p/43J1c
ছবি: Jose Cendon/AFP

‘‘বনের পশুর মতো গুহায় প্রবেশ করি৷ ক্লান্ত হয়ে গেলে একটু বিশ্রাম নেই,’’ এভাবেই স্বর্ণ উঠাতে গিয়ে নিজের পরিশ্রমের কথা বলছিলেন আফ্রিকার দেশ কঙ্গোর হার্ডি বিসিমওয়া৷

২২ বছরের বিসিমওয়া দেশটির সাউথ কিভু প্রদেশের লুহিহির একটি খনিতে নানা কসরত করে স্বর্ণ আহরণের চেষ্টা করেন৷ মাথায় বসানো থাকে টর্চ লাইট৷ টর্চের আলোয় চলে খননকাজ৷ নেই কোনো নিরাপত্তাব্যবস্থা৷ আর তাই থাকে জীবন হারানোর মারাত্মক ঝুঁকি৷  

কংঙ্গোর ওই অঞ্চলটিতে স্বর্ণ উত্তোলনের ইতিহাস বেশিদিনের নয়৷ দুই বছর আগে স্থানীয়রা সেখানে একটি পাহাড় আবিষ্কার করে, যে পাহাড়ের নীচে গুপ্তধনের মতোই স্বর্ণ লুকিয়ে আছে বলে ধারণা করা হয়৷    

এমন ধারণায় স্থানীয়রা ওই পাহাড়কে ঘিরে ভিড় করতে থাকে৷ কাঠ আর ত্রিপলের ঘর বানিয়ে এখানে প্রায় দুইশ পরিবার বাস করছে৷

তবে স্বর্ণ উত্তোলনের বিষয়টি কিন্তু অত্যন্ত ভয়াবহ৷ কেননা, স্থানীয় গোত্রগুলোর মধ্যে এ খনিজ সম্পদ নিয়ে কোন্দল তো আছেই, সেই সাথে গুহায় শ্বাসকষ্টে মারা যাওয়ার ঘটনাও ঘটে৷

স্থানীয় একটি বেসরকারি সংস্থা ডিডিয়ের সিযা-র  একজন প্রতিনিধি জানান, গত পাঁচ মাসে লুহিহিতে সাতজন মারা গেছেন৷ তাদের কেউ কেউ গোত্র-কোন্দলে আর কেউ কেউ গুহার ভেতরে শ্বাসকষ্টে মারা গেছেন৷  

এতসব ঝুঁকি আর নিরাপত্তাহীনতার পর খুব বেশিকিছু যে পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়৷

সর্বশেষ সাতবারের চেষ্টায় বিসিমওয়া একবার স্বর্ণ পেয়েছিলেন৷ তবে আশা ছাড়ছেন না তিনি৷ বলছেন, ‘‘ঈশ্বরের কৃপা থাকলে আমি স্বর্ণ পাবো, যা দিয়ে আমার পরিবারকে নিয়ে চলতে পারবো৷''

মধ্য-আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে স্বর্ণ ও কোবাল্টসহ প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য রয়েছে৷  তারপরও দেশের জনগোষ্ঠীর একটি বড় অংশের অবস্থান দারিদ্র্য সীমার নীচে৷ বিশ্ব ব্যাংকের হিসেব অনুযায়ী, তাদের দৈনিক আয় দুই ডলারেরও কম৷

তাদেরই একজন বেরটিন মুরুহা৷ ১৯ বছরের মুরুহা ২০১৯ সালের স্কুলের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি৷ তিনি এখন খনি থেকে স্বর্ণ উত্তোলনের চেষ্টা করেন৷ গত এক বছরের চেষ্টায় কিছুটা স্বর্ণ পেয়েছেন মুরুহা ৷ 

এদিকে এত পরিশ্রমের পর যে সোনা হাতে তারা পান তারও আবার ন্যায্য দাম পান না৷ স্থানীয় কারবারিদের কাছে প্রতি কেজি সোনা ৪৫০ ডলারে বিক্রি করতে হয়, আন্তর্জাতিক বাজারের তুলনায় যা অনেক কম৷ আর কয়েক গ্রাম সোনার দাম যে কত কম তা সহজেই অনুমান করা যায়৷ জীবনের ঝুঁকি নিয়ে স্বর্ণ তোলায় নিজেদের ভাগ্য পরিবর্তন তাই খুব একটা হয় না৷

লুহিহির বাসিন্দা সিফা নাশোবোলে বলেন, ‘‘আমরা যে আসলে স্বর্ণ উত্তোলন থেকে লাভবান হচ্ছি তা কিন্তু নয়৷ কারণ, সব স্বর্ণ চলে যায় কারবারিদের কাছে৷''

আরআর/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান