কঙ্গোর সাহসী মোটরবাইক চালক নারী
২২ সেপ্টেম্বর ২০২০দশ বছর আগে মাম্বুর কৃষক স্বামী মারা যান৷ ছয় সন্তানের মা মাম্বুকে বেঁচে থাকার জন্য নতুন পথ খুঁজে বের করতে হয় ৷ মাম্বু যে শহরে বাস করে সেখানকার বেশিরভাগ মানুষই দারিদ্র্যসীমার নীচে বাস করেন৷ তাদের আয় দিনে ১.৯০ ডলারের চেয়েও কম ৷ এই পরিস্থিতিতে উপায়ান্তর না দেখে মাম্বু তার জমানো টাকা দিয়ে শহর থেকে বোডা নামে পরিচিত লাল রংয়ের একটি মোটর বাইক কিনে ফেলেন এবং সাথে সাথেই সেটা চালানো শুরু করে দেন ৷
কঙ্গোতে দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ ও অরাজকতার শেষ হয় ২০০৩ সালে ৷ বর্তমানে গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে ইসলামি জঙ্গিদের তৎপরতা রয়েছে৷ ২০১৮ সালে রয়টার্স ফাউন্ডেশনের করা এক জরিপ অনুযায়ী নারীদের জন্য বিপজ্জনক শীর্ষ দশটি দেশের একটি কঙ্গো ৷ জাতিসংঘের এক হিসেব অনুযায়ী, দেশের পূর্বাঞ্চলে গত বছর যৌন নির্যাতনের ঘটনা শতকরা ৩৪ ভাগ বৃদ্ধি পায় ৷
এমন এক জায়গাতেই মাম্বুর মতো একজন নারী মোটরবাইক চালিয়ে যাত্রীদের মন জয় করেছেন৷ মাম্বু বলেন, ‘‘শহরের বাইরে একবার মোটর বাইক চালাতে গিয়ে লাল পোশাকধারী এক ডাকাতদলের পাল্লায় পড়েছিলাম, যারা আমার ক্ষতি করতে চেয়েছিল৷ পরে অবশ্য তারা আমার মোটরবাইক দেখে খুবই অবাক হয় এবং আমাকে যেতে দেয়৷’’
ব্যবসার শুরুতেই সৌভাগ্যক্রমে মাম্বু কয়েকজন যাত্রী পেয়ে যায়, যারা তার বাইকে নিয়মিত যাতায়াত করেন৷ মাম্বু বলেন, ‘‘এখন আর আমার বাচ্চাদের না খেয়ে ঘুমোতে যেতে হয় না!’’
‘‘মায়ের মোটর বাইকে আয় করা অর্থ দিয়ে আমরা খাওয়া-দাওয়া, লেখাপড়া ছাড়াও প্রয়োজনীয় সব কিছুই করতে পারি এখন” একথা জানায় মাম্বুর মেয়ে নিমা মান্ডেফু৷
এনএস/এসিবি (রয়টার্স)
২০১৮ সালের ডিসেম্বরের ছবিঘরটি দেখুন...