1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উষ্ণতার জন্য দায়ী মিথেন নির্গমন কমাতে উদ্যোগ

১৪ জুন ২০২২

বৈশ্বিক উষ্ণতার জন্য মূলত কার্বন নির্গমনকে দায়ী করা হয়৷ তবে মিথেনের দায়ও কম নয়, কারণ এক-চতুর্থাংশ বৈশ্বিক উষ্ণতার জন্য এই গ্যাস দায়ী৷

https://p.dw.com/p/4CfY3
Russland | Yukos Ölförderung in Sibirien
ছবি: Alexander Korolkov/Izvestia/AP Photo/picture alliance

মূলত তিনটি উৎস থেকে মিথেন নির্গমন হয়৷ ৪০ শতাংশ হয় গবাদিপশুর খামার থেকে৷ ২০ শতাংশ আবর্জনার স্তূপ থেকে৷ বাকিটা কয়লা, তেল ও গ্যাস উত্তোলন ক্ষেত্র থেকে৷

বিজ্ঞানীরা বলছেন কয়লা উত্তোলনের সময় যে মিথেন নির্গমন হয় সেটা দূর করা কঠিন৷ তবে তেল ও গ্যাস উত্তোলনের সময় নির্গত হওয়া মিথেনের পরিমাণ কম খরচে ও সহজে কমানো কিংবা বন্ধ করা সম্ভব৷

তেল ও গ্যাস ক্ষেত্র থেকে তিনভাবে মিথেন নির্গমন হয়৷ এক, স্ক্রু ঢিলা কিংবা পাইপ পুরনো হওয়ার কারণে ছিদ্র তৈরি হলে সেখান দিয়ে মিথেন বের হতে পারে৷ দুই, পাইপে গ্যাসের চাপ কমানোর জন্য অনেকসময় বায়ুমণ্ডলে মিথেন ছেড়ে দেয়া হয়, যা ‘ভেন্টিং' নামে পরিচিত৷ সাধারণত রক্ষণাবেক্ষণের সময় এটা করা হয়৷ এবং তিন, ভেন্টিংয়ের সময় বের হওয়া মিথেন পোড়ানো, যা ‘ফ্লেয়ারিং' নামে পরিচিত৷

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ বলছে, বিদ্যমান প্রযুক্তি ব্যবহার করে তেল ও গ্যাস কোম্পানিগুলো মিথেন নির্গমন ৭৫ শতাংশ কমাতে পারে৷ যেমন, নিয়মিত দেখাশোনার মাধ্যমে পাইপের ছিদ্র বন্ধের ব্যবস্থা করা যেতে পারে৷ এছাড়া ভেন্টিং ও ফ্লেয়ারিং না করে কম্প্রেসার ডিভাইসের মাধ্যমে গ্যাস ধরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ শুধু জরুরি সংস্কার কাজের সময় যতটুকু গ্যাস পোড়ানো প্রয়োজন ততটুকু পোড়ানোর কথা বলছেন তারা৷ বাকি গ্যাস বিক্রি করে কোম্পানিগুলো কিছু আয়ও করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

মিথেন নির্গমন কমাতে বিভিন্ন দেশের সরকার আইন করার উদ্যোগ নিচ্ছে৷ যেমন মিথেন নির্গমনের পরিমাণ সম্পর্কে জানাতে কোম্পানিগুলো বাধ্য করতে আইন করছে ইউরোপীয় ইউনিয়ন৷ এছাড়া নিয়ম করে ছিদ্র বন্ধ করা এবং ভেন্টিং ও ফ্লেয়ারিং নিষিদ্ধ করার প্রস্তাব করেছে সংস্থাটি৷

অজিত নিরঞ্জন/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য