আইএমএফ’এর পরবর্তী প্রধান কে হবেন তা নিয়ে জল্পনা
১৯ মে ২০১১নিউ ইয়র্কের এক অভিজাত হোটেলে একজন হোটেল কর্মীকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগ আনা হয়েছে কানের বিরুদ্ধে৷ এই ঘটনার জের ধরে গত শনিবারে নিউ ইয়র্কে একটি বিমান থেকে তাকে নামানোর পরেই গ্রেপ্তার করা হয়৷ কান অবশ্য বলেছেন, ঐ অভিযোগের বিরুদ্ধে লড়তে তিনি তার সমস্ত শক্তি উৎসর্গ করবেন৷ আর এই জন্যেই তিনি পদত্যাগ করলেন৷ একই সঙ্গে কান তার বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন৷
এদিকে বৃহস্পতিবার কানের পদত্যাগের ঘোষণার পরপরই কে হতে পারেন আন্তর্জাতিক অর্থ তহবিলের পরবর্তী প্রধান তা নিয়ে শুরু হয়েছে রীতিমত বিতর্ক৷ আফ্রিকান দেশগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, উন্নয়নশীল দেশ থেকে কেউ ঐ পদের নিয়োগ পাওয়া উচিৎ৷ আজ অর্থাৎ বৃহস্পতিবারে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বিশ্বের শক্তিধর দেশগুলোর প্রতি আন্তর্জাতিক অর্থ তহবিলের পরবর্তী প্রধান হিসেবে একজন ইউরোপীয়কে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন৷
তিনি স্ট্রাউস কানের পদত্যাগের কথা উল্লেখ করেন এবং ইউরোভুক্ত দেশগুলোর ঋণসংকটে নেতাদের ভূমিকার কথাও উল্লেখ করেন৷ বার্লিনে এক সংবাদ সম্মেলনে ম্যার্কেল বলেন, সাধারণভাবেই আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের শীর্ষ পদে উন্নত দেশগুলোরই থাকার কথা৷ তিনি বলেন, ‘‘কিন্তু আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে, সব সমস্যার কথা বিবেচনা করে, ইউরো এবং আইএমএফ যে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, সেটা মাথায় রেখেই ইউরোপীয় প্রার্থীর নিয়োগের সম্ভাবনা নিয়ে অনেক কথা বলাই যেতে পারে৷'' জার্মান চ্যান্সেলর বলেন, ‘‘একজন ইউরোপীয় প্রার্থীর নামই প্রস্তাব করা আমাদের উচিৎ হবে৷ এই মতেরই পক্ষে আমি৷''
চীনের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানও আইএমএফ-এর শীর্ষ পদের জন্যে উন্নত দেশগুলো থেকে প্রার্থী বাছাইয়ের পক্ষ কথা বলেছেন৷ এদিকে সাবেক সোভিয়েত ইউনিয়নের ১২টি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীরা আইএমএফ প্রধানের পদের জন্যে কাজাখস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে তাদের প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন৷
ওদিকে নিউ ইয়র্কের তদন্তকারীরা প্রশ্ন তুলেছেন যে, শনিবারে যখন দোমিনিক স্ট্রাউস কান তাড়াহুড়ো করে হোটেল ত্যাগ করলেন তারও একঘন্টা পরে কেন ‘সোফিটেল' হোটেল কর্তৃপক্ষ পুলিশ ডাকলো৷ ২০১২ সালে ফরাসি প্রেসিডেন্টের পদের জন্যে প্রতিদন্দ্বিতার যে সম্ভাবনা ছিল কানের, ঐ যৌন হয়রানির অভিযোগ তা ধূলিসাৎ করে দিল বলেই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক