আইএমএফ প্রধানের রাজনীতি শেষ?
১৬ মে ২০১১অভিযোগ
আসলে ঠিক কী ঘটেছে এই মুহূর্তে সেটা জানা যাচ্ছে না৷ তদন্তকারী এক কর্মকর্তা বলেছেন, তারা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন৷ তবে পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, যে নারী কান'এর বিরুদ্ধে অভিযোগ এনেছেন ঘটনার সময় তিনি কান'এর রুমে ছিলেন৷ তিনি মনে করেছিলেন রুমটি ফাঁকা৷ কিন্তু আচমকা কান বস্ত্রহীন অবস্থায় বাথরুম থেকে বের হয়ে ঐ নারীকে ধর্ষণের চেষ্টা করে৷
ফরাসি রাজনীতি
কান আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সার্কোজির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছিলেন৷ তাই এই ঘটনা ফ্রান্সের রাজনীতিতে ভালই প্রভাব ফেলেছে৷ যেমন কান'এর দলের এক নেতা বলেছেন, তারা ২৪ বছর পর প্রথমবারের মতো নির্বাচনে জেতার স্বপ্ন দেখছিলেন৷ কিন্তু এই ঘটনা দলের জনপ্রিয়তার উপর অবশ্যই প্রভাব ফেলবে৷ তবে কেউ কেউ ধারণা করছেন, এটা কান'এর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হতে পারে৷ যেহেতু তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর পরিকল্পনা করছেন, তাই তাঁকে হেয় করার জন্য ইচ্ছে করে এই কাজ করা হতে পারে বলে তাদের ধারণা৷ কান'এর স্ত্রীও তাঁর সঙ্গে রয়েছেন৷ তিনি বলেন, তাঁর স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা তিনি বিশ্বাস করেন না৷ তিনি আশা প্রকাশ করেন তদন্তের মাধ্যমে আসল ঘটনা বেরিয়ে আসবে৷
অতীত ইতিহাস
২০০৮ সালের ঘটনা৷ সেসময় খবর প্রকাশ হয় যে, আইএমএফ'এ কাজ করে এমন এক হাঙ্গেরিয়ান নারী অর্থনীতিবিদের সঙ্গে কান'এর সম্পর্ক রয়েছে৷ যেটার জন্য পরে আইএমএফ'এর কর্মকর্তা-কর্মচারী ও স্ত্রীর কাছে ক্ষমা চাইতে হয়েছিল৷
আইএমএফ'এর উপর প্রভাব
কিছু প্রভাব ফেলেছে বলা যায়৷ কেননা ইউরো অঞ্চলের সংকট নিয়ে আজ ও কাল গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে৷ যেখানে কান'এর যোগ দেয়ার কথা ছিল৷ অবশ্য ইতিমধ্যে ভারপ্রাপ্ত হিসেবে একজনকে দায়িত্ব দেয়া হয়েছে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই