1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘোড়ায় চড়ে আইফোন এক্স কিনলেন যে যুবক

৬ নভেম্বর ২০১৭

একটি আইফোন এক্স বা টেন পেতে আপনি কতটা চেষ্টা করবেন? আমরা নিশ্চিত, এই যুবকের মতো চেষ্টা আপনি করতে পারবেন না৷

https://p.dw.com/p/2n541
Präsentation Iphone X
ছবি: Reuters/T. Peter

দু'দিন আগে ভারতে বিক্রি শুরু হয়েছে আইফোন এক্স৷ ফোনটি পেতে অনেকেই দিয়েছিলেন আগাম বুকিং৷ আর দোকানের সামনে লম্বা সময় লাইনে দাঁড়িয়ে থেকে সেই ফোন সংগ্রহও করেছেন তাঁরা৷ তবে এক যুবক আইফোন এক্স আনতে গেছেন ঢাকঢোল পিটিয়ে৷

রীতিমত ঘোড়ায় চড়ে আইফোন এক্স আনতে দোকানে হাজির হন মহেশ পালিওয়াল৷ আগে থেকে অর্ডার করা আইফোনটি নিতে যাওয়ার আগে তিনি একদল ঢোলওয়ালা নিয়ে ঘুরে বেড়ান শহরের বিভিন্ন রাস্তায়৷ এসময় তাঁর হাতে ছিল ‘আই লাভ আইফোন এক্স' ব্যানার৷

মহেশের এই উদ্যোগে মুগ্ধ হয়েছেন অনেকে৷ যে দোকান থেকে তিনি ফোনটি নিয়েছেন, সেই দোকানদারও তাঁকে বেশ সমাদর করেছেন, সুযোগ দিয়েছেন ঘোড়া নিয়ে দোকানের ভেতর গিয়ে ফোনটি সংগ্রহ করতে৷ মহেশের এই ফোন কেনার কাণ্ড ইন্টারনেটে ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ দেখতে ক্লিক করুন উপরের ভিডিওতে৷

এআই/ডিজি