মেয়ের কারণে চাকুরি হারালেন বাবা
১ নভেম্বর ২০১৭অ্যাপলের আইফোন টেন-এর অসংখ্য রিভিউ রয়েছে ইউটিউবে৷ সেখানে ফোনটির বিস্তারিত নানা তথ্যও রয়েছে৷ কিন্তু তা সত্ত্বেও এক অ্যাপল ইঞ্জিনিয়ারের মেয়ের করা ভ্লগ নিয়ে বেঁধেছে বিপত্তি৷ বাবার সঙ্গে গত মাসে অ্যাপল ক্যাম্পাসে খেতে গিয়ে আইফোন টেন দেখার সুযোগ হয়েছিল ব্রুক এমিলি পিটারসনের৷ ফোনটির নানা ফিচার তখন বাবার কাছ থেকে জেনেছিল সে৷
পাঁচ মিনিটের ভ্লগের মধ্যে ২৫ সেকেন্ড আইফোনের নতুন ফোনটি দেখিয়েছিল পিটারসন৷ ভিডিওতে ফোনটির হোমস্ক্রিন দেখানো হয়েছে, দেখানো হয়েছে অ্যাপল পে সিস্টেম এবং নতুন ফিচার এনিমোজি৷ পাশাপাশি ফোনটিতে অ্যাপল কর্মীদের ব্যক্তিগত কিউআর কোডও অল্পক্ষণের জন্য ভেসে উঠেছিল, যা আসলে গোপনীয় তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়৷
ভিডিওটি ইন্টারনেটে প্রকাশ হওয়ার পর ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ তবে অ্যাপলের অনুরোধে সেটি পরবর্তীতে ডিলিটও করে দেয় পিটারসন৷ কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি৷ আরেক ভ্লগে তিনি জানিয়েছেন যে, তার পোস্ট করা ভিডিও'র কারণে চাকুরি হারিয়েছেন তার বাবা৷ কেননা, অ্যাপলে চাকুরি করতে গেলে যেসব বিধিনিষেধ রয়েছে, সেগুলোর মধ্যে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে ভিডিও করা, বিশেষ করে নতুন পণ্যের ছবি বা ভিডিও প্রকাশ করা নিষিদ্ধ৷
পিটারসন অবশ্য জানিয়েছে যে, সে অ্যাপলের এই সিদ্ধান্তের কারণ বুঝতে পারে৷ এভাবে অ্যাপল নিজেদের পণ্য সম্পর্কে সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করে৷ তার বাবা এই ‘নিষ্পাপ ভুল’ করার পুরো দায় নিয়েছে বলেও জানিয়েছে সে৷
এআই/এসিবি