1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইফোন সেভেন প্লাসের ক্যামেরা

২১ নভেম্বর ২০১৬

প্রফেশনাল ক্যামেরার বিক্রি নাকি পড়তির দিকে৷ আর এজন্য কেউ কেউ দায়ী করছেন স্মার্টফোনকে, বিশেষ করে আইফোনের নতুন সংস্করণ সেভেন প্লাসকে৷ কিন্তু ডিএসএলআর-এর সঙ্গে কি আইফোনের তুলনা চলে? চলুন দেখি৷

https://p.dw.com/p/2T0fv
USA Apple Phil Schiller präsentiert das iPhone 7 AirPods
ছবি: Reuters/B. Diefenbach

আইফোন সেভেন প্লাসের প্রশংসা শুনতে শুনতে ক্লান্ত এক ইউটিউবার নিজের পরীক্ষার সিদ্ধান্ত নিলেন৷ একদিকে আইফোনের সর্বশেষ সংস্করণ, অন্যদিকে একটি নাইকন ডিএসএলআর ক্যামেরা৷ সাতটি ভিন্ন ধরনের পরীক্ষার পর তিনি যে সিদ্ধান্ত পৌঁছালেন তা আপনাকে বিস্মিত করবে৷

আইফোন সেভেন প্লাসে পেছনের অংশে রয়েছে দু'টি ক্যামেরা৷ অ্যাপল এমনভাবে ক্যামেরা দু'টি বসিয়েছে যাতে ছবি বা ভিডিও করার সময় এগুলো একত্রে কাজ করে৷ তাই পোট্রেট মোডে ছবি তুললে ডেপথ এখন বোঝা যায় চমৎকারভাবে৷ আর সুযোগ থাকছে আগের চেয়ে অনেক বেশি ডিজিটাল জুম করার এবং সেটা ছবির কোয়ালিটির মান খারাপ না করেই৷ ভিডিও করার ক্ষেত্রেও গভীরতা এবং উজ্জ্বলতা আগের চেয়ে বেড়েছে, এমনকি কম আলোতেও এখন চমৎকার ছবি তোলা যায় আইফোন ব্যবহার করে৷

অবশ্য আইফোনের ক্যামেরা যে সবক্ষেত্রে নাইকনের চেয়ে ভালো সেটা ভাবার কারণ নেই৷ বরং এর রয়েছে কিছু সীমাবদ্ধতাও৷ সেসব জানতে দেখুন ভিডিওটি৷

এআই/ডিজি