1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
লাইভ

‘২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা’

প্রকাশিত ৫ আগস্ট ২০২৪শেষ আপডেট ৫ আগস্ট ২০২৪

২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেয়া হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ গণআন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর অন্তবর্তীকালীন সরকার গঠনের কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান৷

https://p.dw.com/p/4j6x9
গণভবনে জনতার উল্লাস
ছবি: DW
স্কিপ নেক্সট সেকশন আপনারা যা জানা দরকার

আপনারা যা জানা দরকার

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে গণভবন ছেড়ে গেছেন৷ 

সেনাবাহিনী প্রধান জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকার গঠিত হবে৷

গণভবন থেকে শেখ হাসিনা হেলিকপ্টারে করে আগরতলা যান৷ সেখান থেকে তিনি দিল্লির কাছে হিন্ডনে পৌঁছান৷  

স্কিপ নেক্সট সেকশন জাতীয় সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার
৫ আগস্ট ২০২৪

জাতীয় সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার

দৈনিক প্রথম আলো জানিয়েছে, বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন৷ জাতীয় সংসদ ভেঙে দিয়ে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে সেখানে৷ পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনী পদক্ষেপ নেবে বলেও সিদ্ধান্ত হয়েছে৷

https://p.dw.com/p/4j8fS
স্কিপ নেক্সট সেকশন গণভবনে লুটপাট
৫ আগস্ট ২০২৪

গণভবনে লুটপাট

শেখ হাসিনা দেশ ছাড়ার পর সোমবার গণভবন চত্বরে ঢুকে পড়েন হাজার হাজার মানুষ৷ এক পর্যায়ে তাদেরকে গণভবনের বিভিন্ন জিনিস নষ্ট করতে দেখা যায়৷ 

গণভবনে হাজারো জনতা

https://p.dw.com/p/4j8eo
স্কিপ নেক্সট সেকশন আটককৃতদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৫ আগস্ট ২০২৪

আটককৃতদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নাহিদ হোসেন
সাম্প্রদায়িক হামলা, লুটপাট না করার বিষয়ে মুক্তিকামী ছাত্র- জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা৷ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

আন্দোলন চলাকালে আটককৃতদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন৷ কেউ যাতে সাম্প্রদায়িক হামলা, লুটপাট না করে সে বিষয়ে মুক্তিকামী ছাত্র- জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা৷ ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে৷ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ‘‘আন্দোলনের দ্বিতীয় ধাপের দিকে আমাদের যেতে হবে৷ আমরা অন্তবর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করবো৷ সেই জাতীয় সরকারে অভ্যত্থানকারী ছাত্র নাগরিকদের অংশগ্রহণ থাকবে৷ নানা নাগরিক পেশাজীবীদের প্রতিনিধি নিশ্চিত করে সেই সরকারে কারা থাকবে আমরা ঘোষণা করবো৷ সমন্বিত সিদ্ধান্তে জাতীয় সরকারের রূপরেখা তুলে ধরা হবে৷’’ 

তিনি আরো বলেন, ‘‘যারা এই আন্দোলন চলাকালে শহিদ হয়েছেন তাদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করছি৷ শেখ হাসিনাকে বিচারের আওতায় আনবো৷ আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে৷’’

এফএস/এপিবি

https://p.dw.com/p/4j8eb
স্কিপ নেক্সট সেকশন সাম্প্রদায়িক উসকানি ও বিভিন্ন স্থাপনে হামলা সুস্থ মস্তিস্কের কাজ নয়: সলিমুল্লাহ খান
৫ আগস্ট ২০২৪

সাম্প্রদায়িক উসকানি ও বিভিন্ন স্থাপনে হামলা সুস্থ মস্তিস্কের কাজ নয়: সলিমুল্লাহ খান

শিক্ষাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান মনে করেন ঢাকাসহ সারাদেশে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা আন্দোলনের মূল মতাদর্শের বিরোধী৷ তিনি বলেন, কোনক্রমেই সাম্প্রদায়িক উস্কানি দেয়া যাবে না৷ মন্দিরে আগুন দেয়া হচ্ছে শোনা যাচ্ছে৷ এটা আন্দোলনের শত্রুদের কাজ৷ তিনি আরো বলেন, ‘‘আমাদের এই আন্দোলন সাম্প্রদায়িক নয় বরং একনায়কতন্ত্রের অবসান৷’’  ডয়চে ভেলের সঙ্গে ফেসবুক লাইভে এই কথা বলেছেন তিনি৷ 

https://p.dw.com/p/4j8eL
স্কিপ নেক্সট সেকশন শেখ হাসিনা কোথায় যাবেন তা নিয়ে জল্পনা
৫ আগস্ট ২০২৪

শেখ হাসিনা কোথায় যাবেন তা নিয়ে জল্পনা

গনআন্দোলনে পদচ্যুত শেখ হাসিনা ভারতের দিল্লির হিন্ডনে অবস্থান করছেন৷

ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি স্যমন্তক ঘোষ জানিয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে স্থানীয় সময় বিকালে দেখা করে বাংলাদেশ বিষয়ে ব্রিফ করেন৷

এর কিছুক্ষণ পরই শেখ হাসিনা যে বিমানবন্দরে নেমেছেন সেখানে তার সাথে দেখা করতে যান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা নিয়ে বিভিন্ন মহলে চলছে জল্পনা৷ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা ভারত থেকে অন্যত্র চলে যেতে পারেন ৷তার ব্যবস্থাপনায় সহায়তা করছে ভারত৷ তবে ভারতে তিনি থাকবেন কিনা এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি৷ একটি সূত্র জানাচ্ছে, হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাইতে পারেন৷

স্যমন্তক ঘোষ সন্ধ্যা আটটা নাগাদ জানা গেছে, ভারতীয় বিমানবাহিনী এবং কয়েকটি নিরাপত্তা এজেন্সির ঘেরাটপে শেখ হাসিনাকে একটি সেফ হাউসে নিয়ে যাওয়া হয়েছে৷ 

https://p.dw.com/p/4j8Qs
স্কিপ নেক্সট সেকশন ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে বসবেন সেনাপ্রধান: আইএসপিআর
৫ আগস্ট ২০২৪

ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে বসবেন সেনাপ্রধান: আইএসপিআর

বাংলাদেশে সব ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে শিগগিরই সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বৈঠকে বসবেন৷ আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়েছে৷

এফএস/আরআর

https://p.dw.com/p/4j8K1
স্কিপ নেক্সট সেকশন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না: বিবিসিকে সজীব ওয়াজেদ জয়
৫ আগস্ট ২০২৪

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না: বিবিসিকে সজীব ওয়াজেদ জয়

বিবিসি ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না৷ এর কারণ হিসেবে তিনি বলেন, ‘‘কঠোর পরিশ্রমের পরও কিছু লোক তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ায় তিনি (শেখ হাসিনা) এতটাই হতাশ৷’’

তিনি দাবি করেন শেখ হাসিনা গতকাল থেকেই পদত্যাগের কথা ভাবছিলেন৷ পরিবারের চাপে নিজের নিরাপত্তার জন্যই হাসিনা দেশ ছেড়ে যান বলে জানান সজীব ওয়াজেদ জয়৷

কঠোরভাবে প্রতিবাদ দমনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘‘গতকাল ১৩ পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়েছে৷ কাজেই উছৃঙ্খল জনতা যখন মানুষকে পিটিয়ে হত্যা করে তখন পুলিশ কী করবে বলে আপনি প্রত্যাশা করেন? ’’

এফএস/এসএইচ (বিবিসি ওয়ার্ল্ড)

https://p.dw.com/p/4j8Fc
স্কিপ নেক্সট সেকশন ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ
৫ আগস্ট ২০২৪

ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সোমবার বিকেলে বন্ধ করে দেওয়া হয়েছে৷

স্থানীয় সময় বিকেল ৪টা ৫৪ মিনিটে বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় বলে এর নির্বাহী পরিচালক ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে জানান।

এফএস/এপিবি (দ্য ডেইলি স্টার)

https://p.dw.com/p/4j7uZ
স্কিপ নেক্সট সেকশন দিল্লির হিন্ডনে হাসিনার অবতরণ
৫ আগস্ট ২০২৪

দিল্লির হিন্ডনে হাসিনার অবতরণ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী নতুন দিল্লির কাছে হিন্ডনে পৌঁছেছেন৷ গণআন্দোলনের মুখে পদত্যাগের পর ঢাকার গণভবন থেকে একটি হেলিকপ্টারে করে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা প্রথমে আগরতলা যান৷ ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি স্যমন্তক ঘোষ জানান সেখান থেকে একটি ফ্লাইটে তারা হিন্ডনের উদ্দেশ্যে রওনা দেন৷

স্থানীয় সময় বিকাল ৫টা ৩৬ মিনিটে দিল্লি সংলগ্ন হিন্ডনের সেনাঘাঁটিতে হাসিনাকে বহনকারী উড়োজাহাজটি অবতরণ করে৷ 

স্যমন্তক ঘোষ জানিয়েছেন, হাসিনার গন্তব্যের বিষয়ে ভারতের সরকারি বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিস্তারিত বলতে রাজি হননি৷ তবে কয়েকটি সূত্র জানিয়েছে ভারতের সরকার শেখ হাসিনাকে দেশটিতে নির্বাসন নিতে নিরুৎসাহিত করেছেন৷ যত দ্রুত সম্ভব তাকে তৃতীয় একটি দেশ বেছে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে তাকে৷

এদিকে হাসিনা গণভবন ছেড়ে যাওয়ার পর বিপুল মানুষ বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবনে ঢুকে পড়েন৷ এসময় অনেককে সেখানে ভাংচুরের পাশাপাশি আসবাবসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায়৷ 

এফএস/জেডএ

https://p.dw.com/p/4j7pV
স্কিপ নেক্সট সেকশন ঢাকার রাস্তায় জনতার ঢল
৫ আগস্ট ২০২৪

ঢাকার রাস্তায় জনতার ঢল

গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পতনে ঢাকার রাস্তায় নেমে এসেছেন বিপুল মানুষ৷ আনন্দ উল্লাস করছেন তারা৷ ঢাকা থেকে ডয়চে ভেলে বাংলার ফেসবুক লাইভ দেখুন: 

https://p.dw.com/p/4j7jK
স্কিপ নেক্সট সেকশন গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পতন৷ এরপর কী?
৫ আগস্ট ২০২৪

গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পতন৷ এরপর কী?

ডয়চে ভেলের ফেসবুক লাইভে এ নিয়ে আলোচনা করেছেন খালেদ মুহিউদ্দীন, আরাফাতুল ইসলাম ও অমৃতা পারভেজ৷ 

https://p.dw.com/p/4j7j6
স্কিপ নেক্সট সেকশন আমি সমস্ত দায়িত্ব নিয়েছি: সেনাপ্রধান
৫ আগস্ট ২০২৪

আমি সমস্ত দায়িত্ব নিয়েছি: সেনাপ্রধান

ওয়াকার উজ জামান
বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান বলেন, ‘আমি সমস্ত দায়িত্ব নিয়েছি৷ আপনারা আমাকে সাহায্য করুন৷’’ছবি: DW

বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান জানিয়েছেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন৷ 

তিনি বলেন, সমস্ত রাজনৈতিক দলের সাথে আলাপের ভিত্তিতে অন্তবর্তী সরকার গঠিত হবে৷ রাষ্ট্রপতির কাছে গিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে৷ তিনি বলেন, ‘‘প্রতিটি হত্যার বিচার করা হবে৷ প্রতিটি অন্যায়ের বিচার হবে৷’’

মানুষকে সংঘাতের পথ এড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি৷ বলেন, ‘‘আমি সমস্ত দায়িত্ব নিয়েছি৷ আপনারা আমাকে সাহায্য করুন৷’’

বক্তব্যে তিনি বলেন, ‘‘আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম৷ ওনারা এখানে এসেছেন৷ একটা সুন্দর আলোচনা করেছি৷ সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটি ইন্টেরিম গভর্নমেন্ট আমরা ফর্ম করবো৷ এবং ইন্টেরিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে৷ আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব৷ গিয়ে এই ইন্টেরিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে একটা ইন্টেরিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করবো৷’’

তিনি আরো বলেন, ‘‘আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করবো৷ আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন৷ সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন৷ আমি সমস্ত দায়দায়িত্ব নিয়েছি৷ আপনাদের জানমাল এবং আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না৷’’

সব দাবি পূরণ করা হবে জানিয়ে তিনি বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা তারা ফিরিয়ে আনবেন৷ ভাংচুর, মারামারি, সংঘর্ষ, হত্যা থেকে বিরত থাকতেও আহ্বান জানান তিনি৷  

তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত আপনারা যদি আমার কথামতো চলেন, একসাথে যদি কাজ করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে অগ্রসর হতে পারবো৷’’

এফএস/এপিবি

https://p.dw.com/p/4j7SH
স্কিপ নেক্সট সেকশন পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা
৫ আগস্ট ২০২৪

পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশে ছেড়েছেন বলে সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে৷ 

ভারতের নতুন দিল্লিতে বাংলাদেশ দূতাবাস সূত্রও তার পদত্যাগের তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স৷ 

এফএস/এপিবি 

https://p.dw.com/p/4j7PA
স্কিপ নেক্সট সেকশন গণভবন ছেড়েছেন শেখ হাসিনা
৫ আগস্ট ২০২৪

গণভবন ছেড়েছেন শেখ হাসিনা

শেখ হাসিনা
ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে ছেড়ে গেছেন৷ গণভবনে ঢুকে পড়েছেন হাজারো জনতা৷ এই তথ্য নিশ্চিত করেছেন ডয়চে ভেলের ঢাকা প্রতিনিধি৷ 

এদিকে প্রথম আলোর খবরে বলা হয়েছে গণভবন থেকে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন৷ তবে যোগাযোগ করা হলে নতুন দিল্লির বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা ডয়চে ভেলেকে জানিয়েছেন তাদের কাছে এখনও এ বিষয়ে কোনো তথ্য নেই৷ এদিকে সেনাপ্রধান দুপুর তিনটায় ভাষণ দেয়ার কথা থাকলেও তা পিছিয়ে সাড়ে চারটায় করা হয়েছে বলে আইএসপিআর সূত্রে জানিয়েছেন আমাদের ঢাকা প্রতিনিধি৷ এই মুহূর্তে সেনা দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা করছেন বলে জানা গেছে৷ 

এফএস/এপিবি 

https://p.dw.com/p/4j7MT
স্কিপ নেক্সট সেকশন বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করছেন বাংলাদেশের সেনাপ্রধান
৫ আগস্ট ২০২৪

বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করছেন বাংলাদেশের সেনাপ্রধান

বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনা সদর দপ্তরে বৈঠক করছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান৷ এর মধ্যে আছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু৷ ডাক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলও৷ দুপুর ৩টায় সেনাপ্রধানের জাতির উদ্দেশে বক্তব্য দেয়ার কথা রয়েছে৷

এফএস/আরআর (প্রথম আলো)

https://p.dw.com/p/4j6zg
আরো পোস্ট দেখান