1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হানোফারকে হারিয়ে শিরোপা জয়ের পথে ডর্টমুন্ড

৩ এপ্রিল ২০১১

হানোফারকে ৪-১ গোলে নাস্তানাবুদ করে জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগার শিরোপা জয়ের দিকে আরো এক ধাপ এগিয়ে গেলো বোরুসিয়া ডর্টমুন্ড৷ শনিবার জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনের সাথে ব্যবধান দাঁড়ালো সাত পয়েন্টের৷

https://p.dw.com/p/10mfA
হ্যানোফারের বিরুদ্ধে গোল করার পরে লুকাস বারিওসের উল্লাস (বাম থেকে দ্বিতীয়)ছবি: AP

অর্ধবিরতির আগ পর্যন্ত বেশ হাড্ডাহাড্ডি লড়াই চালায় হানোফার এবং ডর্টমুন্ড৷ কিন্তু কোন পক্ষই গোল করতে পারেনি৷ ফলে বিরতির সময়টুকু বেশ জোরালো হামলা চালানোর পরিকল্পনা এঁটে মাঠে আসে উভয় দলই৷ পরিকল্পনা মাফিক প্রথম সাফল্য পান হানোফারের মোহাম্মেদ আব্দেল্লাউ৷ ৫৭ মিনিটে চমৎকার গোল করে তিনি জয়ের স্বপ্ন দেখান হানোফারকে৷ কিন্তু এই গোলই উস্কে দেয় ডর্টমুন্ডের প্রতিশোধের নেশা৷ প্রতিপক্ষকে ঘায়েল করতে একেবারে যেন মরিয়া হয়ে ওঠে ইয়ুরগেন ক্লপের ছেলেরা৷

ঠিক দু'মিনিট পরেই গোল শোধ করেন মারিও গোয়েৎসে৷ রক্ষণভাগের চার প্রহরীকে কাটিয়ে অনেকটা একক কৃতিত্বেই বল পাঠিয়ে দেন প্রতিপক্ষের গোলে৷ গোয়েৎসের দেখানো পথ ধরে ঠিক পাঁচ মিনিট পরেই জালে বল ঠেলে দেন লুকাস বারিওস৷ ৭৩ মিনিটে আবারও বারিওসের পা থেকে গোল৷ আর ৮৩ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোল করে ভক্তদের উল্লাস আরো বাড়িয়ে দেন কেভিন গ্রসক্রয়েৎস৷ মাত্র ২৪ মিনিটের মধ্যেই পরপর চারটি গোল করে হানোফারের একটি গোলের জবাব দেয় ডর্টমুন্ড৷

এমন ঘটনায় উচ্ছ্বসিত কোচ ক্লপ৷ বললেন, ‘‘এভাবে ঘুরে দাঁড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ ছিল৷ ছেলেদের সেই দক্ষতায় আমি গর্বিত৷ আমরা এটাও জানি যে, চলতি মৌসুমের শিরোপা জয়ের পথে আমরা বেশ এগিয়েছি৷'' তবুও এখনই শিরোপা জয়ের ব্যাপারে নিশ্চিত হওয়ার সময় আসেনি, বলে মন্তব্য করেন ক্লপ৷ কারণ এখনও ছয়টি খেলায় শক্ত প্রতিপক্ষের সাথে লড়তে হবে বোরুসিয়া ডর্টমুন্ডকে৷

Jürgen Klopp Trainer Borussia Dortmund
ইয়ুরগেন ক্লপের এবার হাসার সময় এসেছেছবি: picture alliance/dpa

যাহোক, এই জয়ের মধ্য দিয়ে ৬৫ পয়েন্টের বিশাল সংগ্রহ বোরুসিয়া ডর্টমুন্ডের৷ চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় দ্বিতীয় ঘরে থাকা বায়ার লেভারকুজেনের সংগ্রহ ৫৮ পয়েন্ট৷ শনিবার কাইজার্সলাউটার্নকে ১-০ গোলে হারিয়ে লেভারকুজেনের এই অবস্থান৷ খেলার ৭৪ মিনিটে লেভারকুজেনের পক্ষে একমাত্র গোলটি করেন সিডনি সাম৷

দিনের অপর খেলায় ১-১ গোলে ড্র করেছে মাইন্স ফ্রাইবুর্গের সাথে এবং স্টুটগার্ট ভের্ডার ব্রেমেনের সাথে৷ বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখকে ১-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ৷ এছাড়া গোলশূন্য ড্র হয়েছে হফেনহাইম ও হামবুর্গের ম্যাচে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী