বুন্ডেসলিগা: শেষমেষ ফ্রাঙ্কফুর্টের কাছে হোঁচট খেলো ডর্টমুন্ড
১৯ ডিসেম্বর ২০১০খেলার ৮৭ মিনিটে থিওফানিস গেকাস'এর একটি চমৎকার বাঁ পায়ের শটেই কাজ হয়ে গেল৷ এটা ছিল এ'মরশুমে বুন্ডেসলিগার টপ স্কোরার গেকাসের ১৪ নম্বর গোল, যার কল্যাণে ফ্রাঙ্কফুর্ট জিতল ১-০ গোলে৷ ওদিকে ডর্টমুন্ড তাদের বিগত ১৬টি খেলার মধ্যে ১৪টিতে জিতেছে এবং মাত্র একটিতে হেরেছে৷ ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে মাত্র একটি পয়েন্ট পেলেই তারা বায়ার্ন মিউনিখের রেকর্ডকে ধরে ফেলতে পারতো, এমনকি গোলের ব্যবধানে ছাড়িয়েও যেতে পারতো৷ বায়ার্ন ২০০৫-২০০৬ সালের মরশুমে ১৭টি খেলায় ৪৪ পয়েন্ট করে৷ - এছাড়া ফ্রাঙ্কফুর্টে এই হার হল এই মরশুমে ডর্টমুন্ডের বাইরে খেলতে গিয়ে প্রথম হার৷ এর আগে তারা তাদের আটটি এ্যাওয়ে গেমে আটবার জিতেছে, যাও কিনা একটা রেকর্ড৷
ওদিকে মাইঞ্জ সাংক্ত্ পাউলি'কে ৪-২ গোলে হারিয়ে পয়েন্টের তালিকায় দ্বিতীয় স্থানে: ডর্টমুন্ডের থেকে তাদের ব্যবধান এখন ১০ পয়েন্টের৷ অবশ্য বায়ার লেভারকুজেন মাইঞ্জের ঠিক এক পয়েন্ট তলায়৷ লেভারকুজেন আজ রবিবার নিজেদের মাঠে খেলছে ফ্রাইবুর্গের বিরুদ্ধে, কাজেই তারা মাইঞ্জকে আবার ছাড়িয়ে যেতে পারে৷
এ সপ্তাহান্তের আসল হিরো হলেন শালকে'র রাউল, স্পেনীয় একাদশ এবং রিয়াল মাদ্রিদের এককালীন তারকা৷ শালকে কোলোন'কে হারিয়েছে ৩-০ গোলে রাউলের একটি হ্যাটট্রিকের দৌলতে৷ ভোলফসবুর্গ শেষ মূহুর্তে একটি ২-২ গোলের ড্র ছিনিয়ে নিয়েছে হফেনহাইমের কাছ থেকে৷ এবং সবচেয়ে বেশি চিন্তা এখন ভের্ডার ব্রেমেন'কে নিয়ে: তারা নিজেদের মাঠে হেরেছে কাইজার্সলাউটের্ন'এর কাছে ২-১ গোলে৷ তাদের এখন সেকেন্ড ডিভিশনে নেমে যাওয়ার দুঃস্বপ্ন দেখতে হচ্ছে৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: জাহিদুল হক