সুন্দরীর চুলে আগুন !
১ জানুয়ারি ২০১৯মিস আফ্রিকা ২০১৮ ঘোষিত হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আগুন ধরে যায় কঙ্গোর সুন্দরী ডোরাকাস কাসিন্দের চুলে৷ মিস আফ্রিকা প্রতিযোগিতার মঞ্চে এমনটাই ঘটে এবং ভাইরাল হয় ভিডিওটি৷
গত ২৯ ডিসেম্বর নাইজেরিয়ার ক্রস রিভার রাজ্যে মিস আফ্রিকা ২০১৮-এর মঞ্চে এ আগুন লাগার ঘটনা ঘটে৷ মঞ্চে তখন আরেক প্রতিযোগীর সঙ্গে ডোরাকাস৷ অপেক্ষায় ছিলেন নিজের নাম শোনার৷ নাম ঘোষিত হওয়ার পরপরই চারপাশে জ্বলে ওঠে আতশবাজির আলোকরাশি৷ তারই এক বিন্দু ডোরাকাসের চুলে আগুন ধরিয়ে দেয়৷ প্রথমে বুঝতে পারেননি ডোরাকাস৷ পাশে দাঁড়িয়ে থাকা প্রতিযোগী ও উপস্থাপকদের চিৎকারে টের পান কী ঘটেছে৷
একদমই কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন তিনি৷ তবে একটি মহাদেশের সুন্দরী বলে কথা৷ সামলে নিতে বেশি একটা সময় নেননি৷ দর্শক সারি থেকে দুজন উঠে এসে কাপড় দিয়ে আগুন নিভিয়ে দেন৷
আগুন নিভে যাওয়ার পরপরই ডোরাকাস খুব স্বাভাবিক ভঙ্গিতে নিজের মুকুট গ্রহণ করেন এবং অভিব্যক্তি জানান৷ যেন একটু আগে কিছুই ঘটেনি৷
নিজের অনুভূতি প্রকাশের সময় তিনি সবাইকে ধন্যবাদ জানান তাঁকে সুন্দরী বিবেচনা করে স্বীকৃ্তি দেওয়ার জন্য৷ সোশ্যাল মিডিয়ায় যাঁরা তাঁকে ভোট দিয়েছেন, তাঁদের প্রতিও কৃ্তজ্ঞতা প্রকাশ করেন তিনি৷ একই সঙ্গে দুর্ঘটনা থেকে রক্ষাকারীদের প্রতিও কৃ্তজ্ঞতা জানান ডোরাকাস৷
সুন্দরী প্রতিযোগিতায় সেরা হয়ে যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর এই সুন্দরী পাচ্ছেন একটি ব্র্যান্ড নিউ গাড়ি ও নগদ ৩৫ হাজার মার্কিন ডলার৷
সুন্দরী প্রতিযোগিতাটি আফ্রিকার অনেক দেশের টেলিভিশনে লাইভ দেখাচ্ছিল৷ সেখান থেকে শুধু আগুন ধরে যাওয়ার মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ছড়িয়ে পড়ে৷
এফএ/এসিবি