1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ভাইরাল ভিডিও

২ অক্টোবর ২০১৮

H2O মানে কি? বিচারকের এমন প্রশ্নের উত্তরে প্রতিযোগী বললেন ‘ধানমন্ডির একটি রেস্টুরেন্ট'৷ এই ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ কথা চলছে পক্ষে-বিপক্ষে৷

https://p.dw.com/p/35rX2
Screenshot Youtube Miss World Bangladesh 2018
ছবি: Youtube/Smile Trick

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায়বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ'৷ এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সরাসরি দেখানো হয় বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায়৷

এবারের আসরে মুকুট জয় করে নিলেন পিরোজপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস ঐশী৷ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্ন কারণে ভাইরাল হয়েছেন আরেক প্রতিযোগী সুমনা নাথ অনন্যা৷

নানা ধরনের উপস্থাপনার এক পর্যায়ে বিচারক প্যানেলের একজন মডেল, অভিনেতা ও কোরিওগ্রাফার খালেদ হোসেন সুজন অনন্যাকে জিজ্ঞেস করেন, ‘‘H2O মানে কি?'' প্রথমে জানেন না বললেও পরে অনন্যা বলেন, ‘‘এ নামে একটি রেস্টুরেন্ট আছে ধানমন্ডিতে৷''

বিচারক তো বটেই, দর্শক সারিতে উপস্থিত সকলের মধ্যেও এ নিয়ে সৃষ্টি হয় হাস্যরসের৷

পরবর্তীতে অনন্যাকে নিয়ে ফেসবুকে ট্রল শুরু হলেও অনেকে তাঁর সমর্থনেও পাশে দাঁড়িয়েছেন৷ কখনোই বিজ্ঞান বিষয়ে পড়াশোনা না করলে H2O মানে যে পানি, সেটা না জানা অপরাধ না বলেও মন্তব্য অনেকের৷

কেউ কেউ আবার প্রতিযোগীর পাশাপাশি বিচারকের মানদণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন৷ তাঁরা বলছেন, কিছুক্ষণ পরেই অন্য এক বিচারক মডেল, অভিনেত্রী ও কোরিওগ্রাফার ইমি প্রতিযোগীদের ‘গুড নাইট' বলে সম্ভাষণ জানান৷

‘গুড নাইট' যে শুধু বিদায়ের সময় বলা যায়, সে বিষয়টি যে প্রতিযোগিতার বিচারক জানেন না, সেখানে প্রতিযোগীর মান নিয়ে প্রশ্ন তোলা কতটা যৌক্তিক, সে নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন অনেকে৷

পরে অবশ্য অনন্যা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এই ঘটনা নিয়ে কথা বলেছেন৷ তিনি জানান, H2O মানে যে পানি, সেটি তাঁর জানাই ছিল৷ তবে তাৎক্ষণিকভাবে তিনি এটাকে বুদ্ধি যাচাইয়ে বিচারকের ‘ট্রিক কোয়েশ্চন' ভেবে নিয়ে রেস্টুরেন্টের নাম বলেছেন৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য