1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ার উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করল ইইউ

১০ মে ২০১১

গণতন্ত্রপন্থীদের উপর সিরিয়া সরকারের দমনপীড়নের প্রতিবাদে সেদেশের উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় ইউনিয়ন৷ পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে আরো নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ইইউ৷

https://p.dw.com/p/11Cji
Amateur video of demonstration against the Syrian regime in the southern city of Deraa, Syria on March 19 and 20, 2011. Photo by ABACAPRESS.COM
দারায় সরকারবিরোধী আন্দোলন (ফাইল ফটো)ছবি: picture alliance/abaca

ইইউ'র নিষেধাজ্ঞা

মূলত অস্ত্র নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আলোচনায় হচ্ছে বেশি৷ এক বিবৃতিতে ইইউ জানিয়েছে, সিরিয়ায় অস্ত্র রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ বিশেষ করে অভ্যন্তরীণ দমনপীড়নে ব্যবহার উপযোগী অস্ত্র এবং অন্যান্য সামগ্রী সেদেশে রপ্তানি করা যাবে না৷ এছাড়া, সিরিয়ার শাসকদের ঘনিষ্ঠ ১৩ কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ৷ ফলে এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত কোন দেশেই প্রবেশাধিকার পাবে না এসব কর্মকর্তা৷ একইসঙ্গে তাদের সম্পদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন৷

জাতিসংঘের উদ্বেগ

সিরিয়ার দক্ষিণের শহর দারায় সরকারি দমনপীড়নে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ৷ জাতিসংঘের একটি মানবিক সাহায্য সংস্থাকে সেশহরে প্রবেশাধিকার দেয়নি সিরিয়ার সরকার৷ এই বিষয়ে জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক প্রধান ভ্যালেরি অ্যামোস জানিয়েছেন, আমরা দারায় আমাদের কার্যক্রম চালাতে প্রস্তুত ছিলাম৷ কিন্তু সিরিয়া সরকার আমাদের কার্যক্রম স্থগিত রেখেছে৷ তিনি বলেন, এজন্য আমাদেরকে কোন কারণ বলা হয়নি৷ তবে এই সপ্তাহের শেষের দিকে দারায় প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে৷ আমরা খুবই আশা করছি, সেটা সম্ভব হবে৷

In this citizen journalism image made on a mobile phone and acquired by the AP, taken on Friday, May 6, 2011, Syrian anti-government protesters carry a banner that reads in Arabic:"we're not going to shut up on the blood of our martyrs civilians and soldiers and our blood is not more precious than the blood of our brothers, Homs Youth," and " free people of the Syrian army, we are your brothers, fathers and children," during a rally in the central city of Homs, Syria. Syrian tanks rolled into Banias, a Mediterranean coastal town on Saturday May 7, 2011 in an escalating crackdown by President Bashar Assad, just a day after clashes with anti-government protesters that left tens of people dead nationwide, activists said. (AP Photo)
মানবাধিকার সংগঠনেরর দাবি, সিরিয়ায় গত মার্চ থেকে চলা সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত নিহত হয়েছে ৬২১ বেসামরিক নাগরিক৷ছবি: AP

সর্বশেষ পরিস্থিতি

গত দুই সপ্তাহ ধরেই দারা শহর কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে৷ গত সপ্তাহে সিরিয়ার সরকার ঘোষণা দিয়েছিল, দারা শহর থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে৷ তবে সেনাবাহিনী বলছে, সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে৷ সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়া শহরগুলো নিয়ন্ত্রণে বিশেষ কৌশল অবলম্বন করছে সেদেশের সরকার৷ তা হচ্ছে, জনগণকে বিচ্ছিন্ন করে ফেলা এবং তাদেরকে ভীতিপ্রদর্শন৷ লন্ডনভিত্তিক সিরিয়া বিষয়ক একটি মানবাধিকার সংগঠন দাবি করেছে, সিরিয়ায় গত মার্চ থেকে চলা সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত নিহত হয়েছে ৬২১ বেসামরিক নাগরিক৷ এসময় নিরাপত্তা বাহিনীর ১২০ সদস্যও নিহত হয়৷ অপর একটি মানবাধিকার সংগঠন অবশ্য বেসামরিক প্রাণহানির সংখ্যা ৮০০'র বেশি বলে দাবি করেছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য