বিক্ষোভ দমাতে এসে শিশু হত্যা করলো সিরীয় বাহিনী
৯ মে ২০১১রাজনৈতিক স্বাধীনতা চেয়ে এবং দুর্নীতি বন্ধ করার দাবিতে গত বেশ কয়েক সপ্তাহ ধরে সিরিয়ায় চলছে প্রেসিডেন্ট বাসার আল-আসাদ বিরোধী বিক্ষোভ৷ এই বিক্ষোভ রাজধানী দামাস্কাস থেকে ছড়িয়ে পড়েছে দেশের বিভন্ন প্রান্তে৷ প্রায় দশ লাখ মানুষের শহর হোমসে ইতিমধ্যেই বিক্ষোভ প্রদর্শন শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা৷ আর এর বিরুদ্ধেই শক্ত অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট৷
সেখানকার মানবাধিকার সংগঠনগুলো জানাচ্ছে, সেনাবাহিনীর স্টিম রোলারের বলি হচ্ছে সাধারণ মানুষ৷ গতরাতেও সেখানে অটোমেটিক রাইফেলের গর্জন শুনেছেন শহরবাসী৷ শহরের বাব সাবাহ, বাব আমরো আর টাল আল-সোর'এ ট্যাংক নিয়ে বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী৷ চলছে ব্লাক আউট৷ শুধু তাই নয়, টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে৷ আর সেখানেই গত রাতে সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে একটি শিশু৷ যার বয়স মাত্র ১২ বছর৷
এদিকে, আজই প্রেসিডেন্ট আসাদের নির্দেশে সেনাবাহিনীর ট্যাংক বহর শহরের পার্শ্ববর্তী এলাকাগুলোর দিতে অগ্রসর হচ্ছে৷ ধারণা করা হচ্ছে, আন্দোলনের মূল উৎপাটন করতে তারা সেই এলাকাগুলোতে অভিযান পরিচালনা করবে৷ অন্যদিকে, প্রত্যক্ষদর্শীরা বলছেন, গত রাতে অপর শহর দিয়ার আল-জোর'এ দুই জন সাধারণ বিক্ষোভকারীকে হত্যা করেছে সরকারি সেনারা৷
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহের আন্দোলনে অন্তত ৮০০ মানুষ নিহত হয়েছে সিরিয়ায়৷
প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: দেবারতি গুহ