সংশোধনী বিলের ওপর রিপোর্ট পেশ করা হবে শীঘ্রই
২৯ জুন ২০১১স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করে অন্তর্বর্তী সরকারের বিধান সংযোজন করা হয়েছে৷ আর নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনে কোন বিষয় নিয়ে আদালতে যাওয়া যাবে না৷
দুই সপ্তাহ সময় দেয়া হলেও তিনদিনের মধ্যেই পঞ্চদশ সংশোধনী বিল পরীক্ষা-নিরীক্ষা শেষ করেছে আইন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি৷ কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের স্থলে কাজ করবে অন্তর্বর্তী সরকার৷ নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে৷ অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা দেবে এবং রুটিন কাজ করবে৷ তাদের কোন নীতি নির্ধারণী ক্ষমতা থাকবে না৷
তিনি বলেন, বিদায়ী সরকারের প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান হতে পারেন৷ আর মন্ত্রিসভা বা উপদেষ্টারা হবেন আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর প্রতিনিধিদের নিয়ে৷ তিনি জানান, নির্বাচনের তফসিল ঘোষণা থেকে নির্বাচিতদের গেজেট প্রকাশ পর্যন্ত নির্বাচন নিয়ে আদালতে কোন মামলা করা যাবে না৷ নির্বাচন কমিশন যাতে চাপমুক্ত থেকে কাজ করতে পারে সেজন্যই এই বিধান৷
সুরঞ্জিত সেনগুপ্ত জানান, দু'একদিনের মধ্যে তাদের রিপোর্টসহ বিলটি সংসদে উত্থাপন করা হবে৷ তখন সংসদ সদস্যরা এর ওপর আলোচনা করবেন৷ সেখানেও কেউ চাইলে সংশোধনী দিতে পারবেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ