‘জাতি বাঙালি, নাগরিক বাংলাদেশি’
২৬ জুন ২০১১সংবিধান সংশোধন
সংবিধানের পঞ্চদশ সংশোধন বিল সংসদে উত্থাপন করা হয়েছে৷ এই নিয়ে সরব গণমাধ্যম৷ দৈনিক সমকাল লিখেছে, ‘তত্ত্বাবধায়ক বিলোপের বিল সংসদে উত্থাপন'৷ বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের প্রস্তাবসহ বিভিন্ন ইস্যু নিয়ে নতুন বিল উত্থাপন করা হয়৷ এসময় একজন স্বতন্ত্র সাংসদ কিছু সময়ের জন্য ওয়াকআউট করেন৷ একই বিষয়ে দৈনিক কালের কণ্ঠের শিরোনাম, ‘তত্ত্বাবধায়ক বাতিল রেখে সংসদে বিল'৷ এই বিলে সর্বোচ্চ আদালতের রায়ের আলোকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠান এবং অবৈধ ক্ষমতা দখলে রাষ্ট্রদ্রোহের শাস্তির বিধান প্রদানসহ সংসদীয় বিশেষ কমিটির ৫১ দফা সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে৷
‘এরশাদ বিরোধী নেতা'
দৈনিক প্রথম আলোসহ কয়েকটি পত্রিকা প্রকাশ করেছে এই খবর৷ শিরোনাম, ‘বিএনপি পদত্যাগ করলে উপনির্বাচন'৷ আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম শনিবার বলেছেন, ‘‘বিরোধী দল যে মুহূর্তে পদত্যাগ করবে, সেই মুহূর্তে উপনির্বাচন দেওয়া হবে৷ এরশাদ সাহেব হবেন বিরোধীদলীয় নেতা৷''
ঘুস দিয়ে জরিমানা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘মোশাররফকে ঘুস দিয়ে জরিমানা গুনছে নাইকো'৷ সাবেক জোট সরকারের প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনকে ঘুস হিসেবে একটি দামি গাড়ি উপহার দিয়েছিল ক্যানাডাভিত্তিক প্রতিষ্ঠান নাইকো৷ এছাড়া বিদেশ ভ্রমণের খরচাবাবদ তাঁকে পাঁচ হাজার মার্কিন ডলার দেয় এই প্রতিষ্ঠান৷ ক্যানাডার একটি আদালতে নাইকো এই ঘুস প্রদানের কথা স্বীকার করেছে৷ আদালত সংস্থাটিকে ৯৫ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে৷
‘বাঙালি আর বাংলাদেশি'
‘বাঙালির পাশে বাংলাদেশি' - জাতি হিসাবে বাংলাদেশের জনগণ বাঙালি এবং নাগরিক হিসাবে বাংলাদেশি বলে পরিচিতি হবে৷ পঞ্চদশ সংবিধানের খসড়া প্রস্তাবে এই বিধান সংযোজনের প্রস্তাব করা হয়েছে৷ দৈনিক ইত্তেফাক প্রকাশ করেছে এই তথ্য৷
গ্রন্থনা: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই