ব্রাজিল বিশ্বকাপ
২১ ডিসেম্বর ২০১৩২০১৪ বিশ্বকাপের প্রতিটি ম্যাচে রেফারির কাছে বাঁশি, লাল আর হলুদ কার্ডের পাশাপাশি এবার এক ধরণের স্প্রে-ও থাকবে৷ স্বয়ং ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার জানিয়েছেন, ব্রাজিলে বিশ্বকাপের ম্যাচে কোনো দল ফ্রি কিক পেলেই রেফারিকে স্প্রে ব্যবহার করতে হবে৷ ফ্রি কিক নেয়ার সময় প্রতিপক্ষের খেলোয়াড়দের নির্দিষ্ট দূরত্বে রাখতে রেফারিদের বেশ বেগ পেতে হয়৷ বিপদ এড়াতে সব খেলোয়াড় বলের যতটা সম্ভব কাছে আসার চেষ্টা করতে থাকেন৷ ফলে তাঁদের জায়গা মতো দাঁড় করাতে গিয়ে সময়েরও অপচয় হয়৷ ব্ল্যাটার জানিয়েছেন, ফ্রি কিকের সময়কার এই ঝামেলা এড়াতে এবার বিশ্বকাপে ব্যবহার করা হবে স্প্রে৷
স্প্রে চাপলে সাদা তরল বেরিয়ে আসবে৷ রেফারি সেই তরল ছিটিয়ে খেলোয়াড়রা ঠিক কোথায় দাঁড়িয়ে ‘ফ্রি-কিক ওয়াল' গড়বেন সেই জায়গাটা চিহ্নিত করে দেবেন৷ তারপর বল কোথায় বসিয়ে ফ্রি কিক নিতে হবে সেটাও স্থির করবেন সেই সাদা তরল ছিটিয়ে৷ নির্দিষ্ট জায়গায় বল বসিয়ে স্প্রে থেকে চারপাশে সাদা তরল ছিটিয়ে দেবেন রেফারি৷ বলের চারপাশের এবং ফ্রি কিক ওয়ালের দাগ এক মিনিটের মধ্যেই মিলিয়ে যাবে৷
এমন স্প্রে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে অনেকদিন ধরে৷ এ বছর তুরস্কে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে সফল প্রয়োগের পর ক্লাব বিশ্বকাপেও তা ব্যবহার করা হচ্ছে৷
শনিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের সেরা দল বায়ার্ন মিউনিখ খেলবে মরক্কোর রাজা কাসাব্লাঙ্কার বিপক্ষে৷ বায়ার্নের কোচ পেপ গুয়ার্দিওলা জানান, এই স্প্রে ব্যবহার করায় আগের মতো আর প্রতিপক্ষের খেলোয়াড়রা ৫-৬ মিটারের মধ্যে দেয়াল গড়তে পারবেন না, ৯ মিটার দূরেই দাঁড়াতে হবে তাঁদের৷ বিশ্বকাপে ভ্যানিশিং স্প্রে ব্যবহার করা হবে বলে তিনি বেশ খুশি৷ বিশ্বকাপের পরও ফুটবলে এমন স্প্রে-র ব্যবহার দেখতে চান গুয়ার্দিওলা৷
এসিবি/ জেডএইচ (এএফপি)