ম্যাচ পাতানো
১৯ ডিসেম্বর ২০১৩ইটালির ফুটবলের সঙ্গে ম্যাচ পাতানো কেলেঙ্কারির সম্পর্কটা দীর্ঘ দিনের৷ সর্বশেষ বড় কেলেঙ্কারির খবর এসেছিল ২০০৬ সালে৷ সেবার সিরি ‘এ'-র পাঁচটি ক্লাবের বিরুদ্ধে পাতানো ম্যাচ খেলার অভিযোগ প্রমাণিত হয়েছিল, তখনকার চ্যাম্পিয়ন জুভেন্টাসকে আগের দুটি শিরোপা কেড়ে নিয়ে নামিয়ে দেয়া হয়েছিল সিরি ‘বি'-তে৷ তারপরও বেশ কয়েকবারই ইটালির ফুটবল খবরে এসেছে ম্যাচ পাতানো কিংবা দর্শকদের বর্ণবাদী আচরণের কারণে৷ বিষয় দুটি আবার কালো ছায়া ফেলেছে ইটালির ফুটবলে৷ তদন্তে বেরিয়ে এসেছে নতুন খবর৷ বলা হচ্ছে, গত বছর পর্যন্ত, অর্থাৎ ২০১২ সাল পর্যন্ত যে ম্যাচ পাতানো হয়েছে তা মোটামুটি নিশ্চিত৷ এমন কাণ্ডে ইটালিকে ২০০৬ বিশ্বকাপ জেতানো গেনারো গাত্তুসোও জড়িত ছিলেন বলে তদন্তকারীরা মনে করছেন৷
এ কারণে গাত্তুসোর বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে৷ ১৯৯৯ থেকে ২০১২ সাল পর্যন্ত এসি মিলানের হয়ে খেলেছেন গাত্তুসো৷ সুইজারল্যান্ডের সিয়ন ক্লাবের হয়ে খেলে পেশাদার ক্যারিয়ারে ইতি টানা ৩৫ বছর বয়সি এ মিডফিল্ডার হালে কোচ হিসেবে আছেন সিরি ‘বি'-এর ক্লাব পালের্মোর সঙ্গে৷ ম্যাচ পাতানোয় জড়িত সন্দেহে তাঁর বাড়ি তল্লাশি করায় গাত্তুসো বলেছেন, ‘‘আমি অপমানিত বোধ করছি৷ তবে শান্ত আছি৷ আমি জীবনে কখনো কোনো রকমের কেলেঙ্কারিতে জড়াতে চাইনি৷''
ব্যাপক গ্রেপ্তার অভিযানও চালিয়েছে তদন্তকারীরা৷ সিরি ‘এ' এবং সিরি ‘বি'-র ফুটবলারসহ এ পর্যন্ত মোট ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তদন্তকারীরা বলছেন, তাঁরা মনে করেন, ২০০৯ সাল থেকে ২০১২ পর্যন্ত ইতালিতে মোট ৯০টি ম্যাচ পাতানো হয়েছে৷
সোমবার বিচারক গুইডো সালভানির অনুমতি নিয়ে গেনারো গাত্তুসোর বাড়ি তল্লাশি করা হয়৷ ম্যাচ পাতানোর পেছনে খুব বড় একটি চক্র কাজ করছে, এমন তথ্য দিয়ে তিনি বলেছেন, ২০১৪ বিশ্বকাপেও ম্যাচ পাতানো হতে পারে৷
এসিবি/জেডএইচ (ডিপিএ)