মেসিকে পেলে বায়ার্নকে কেউ হারাতে পারবে না
২৭ মার্চ ২০১৪মঙ্গলবার রাতে হ্যার্টা বার্লিনকে ৩-১ গোলে হারিয়ে সাত ম্যাচ বাকি থাকতেই ২৪তম বারের মতো বুন্ডেসলিগার শিরোপা নিশ্চিত করে পেপ গুয়ার্দিওয়ালার বায়ার্ন৷ এর মাধ্যমে একটি রেকর্ড গড়ে বায়ার্ন৷ কেননা দলটি গত মরসুমে ছয় ম্যাচ বাকি রেখে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছিল৷
মাত্র নয় মাস আগে বায়ার্নের দায়িত্ব নেয়া গুয়ার্দিওয়ালা ইতিমধ্যে তিনটি শিরোপা জিতেছেন৷ আর দল হিসেবে বায়ার্নকে নিয়ে গেছেন অন্যরকম এক উচ্চতায়৷ বায়ার্নের উচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে খেলোয়াড়রা মাঝেমধ্যেই গুয়ার্দিওয়ালার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন৷ এবার সে দলে যোগ দিলেন ফুটবলের কিংবদন্তি মারাদোনা৷ গুয়ার্দিওয়ালার প্রতি তিনি এতটাই অনুরক্ত হয়ে পড়েছেন যে, তিনি তাঁর প্রশিক্ষণ দেখার আগ্রহ প্রকাশ করেছেন৷ তিনি বলেন, ‘‘আমি এক সপ্তাহের জন্য গুয়ার্দিওয়ালার সঙ্গে কাজ করতে চাই৷ আমি তাঁর প্রশিক্ষণ দেখতে আগ্রহী৷''
বায়ার্ন খেলোয়াড়দের মধ্যে অধিনায়ক ফিলিপ লামকে তিনি সেরা বলে মনে করেন৷ তাঁর সম্পর্কে মারাদোনার বক্তব্য, ‘‘সে-ই পার্থক্যটা গড়ে দেয়৷'' এছাড়া আগামী মরসুম থেকে লেভান্ডভস্কি বায়ার্নে যোগ দিলে দলটা ‘পারফেক্ট' হবে বলেও মনে করেন মারাদোনা৷ তবে সঙ্গে যদি মেসি যোগ হয়, তাহলে বিশ্বের অন্যান্য ক্লাবকে যে-কোনা প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানের জন্য লড়াই করতে হবে৷ কারণ বর্তমান বায়ার্ন দলের সঙ্গে মেসি আর লেভান্ডভস্কির সংযুক্তি দলটিকে অপরাজেয় করে তুলবে বলেই মনে করেন মারাদোনা৷
বর্তমানে ডর্টমুন্ডের খেলোয়াড় আগামী মরসুম থেকে বায়ার্নে খেলার জন্য ইতিমধ্যে চুক্তিতে সই করেছেন৷ তবে মেসির বায়ার্নে যোগ দেয়ার সম্ভাবনা আপাতত নেই বললেই চলে৷
জেডএইচ / এসবি (ডিপিএ)