1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মুবারকের জমানার তুলনায় নিরাপত্তার আরও অবনতি হয়েছে'

২২ নভেম্বর ২০১১

মিশরে সামরিক প্রশাসনের বিরুদ্ধে জনরোষের ফলে সেদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে৷ কায়রোয় বসে সেই পরিবেশেরই বর্ণনা দিয়েছেন যশোমতি মুখার্জি৷

https://p.dw.com/p/13EaN
আবার উত্তপ্ত মিশরছবি: picture-alliance/dpa

মিশরের রাজধানী কায়রোর তাহরির স্ক্যোয়ারে আবার কর্তৃপক্ষের সঙ্গে জনতার সংঘাতের ফলে সেদেশের পরিস্থিতির অবনতি ঘটেছে৷ এই অবস্থায় পরিকল্পনা অনুযায়ী সংসদ নির্বাচন আদৌ অনুষ্ঠিত হতে পারবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়৷ কর্মসূত্রে এই মুহূর্তে কায়রোতে রয়েছেন যশোমতি মুখার্জি৷ টানটান উত্তেজনার পরিবেশের বর্ণনা দিতে গিয়ে তিনি বললেন, তাহরির স্ক্যোয়ারের কাছাকাছি সব দোকান-বাজার বন্ধ৷ আশেপাশের রাস্তাগুলিও বন্ধ৷ তবে শহরের অন্যান্য এলাকায় জীবনযাত্রা মোটামুটি স্বাভাবিক রয়েছে৷

মুবারকের বিরুদ্ধে বিপ্লবের এতদিন পর এবং নির্বাচনের ঠিক আগে এমন অশান্তির ফলে অনেক মানুষই হতাশ৷ অনেকে বলছেন, পরিস্থিতি আগের তুলনায় আরও খারাপ হয়ে গেছে, যেমনটা বিপ্লবের সময় কেউ ভাবতে পারে নি৷ যশোমতি মুখার্জি আরও জানালেন, মানুষ তাঁকে বার বার বলেছে যে মিশর – বিশেষ করে কায়রো শহরের অবস্থা আগে কখনো এমন ছিল না৷ এমনকি মুবারকের আমলেও সামগ্রিক শান্তি ও নিরাপত্তা নিয়ে কোনো সমস্যাই ছিল না, যেমনটা এখন দেখা যাচ্ছে৷ বিশেষ করে মহিলারা যে কোনো সময় শহরে নিরাপদে ঘোরাঘুরি করতে পারতেন৷ এখন রাত দশটার পর তাদের পক্ষে বাইরে থাকা কঠিন হয়ে পড়েছে৷

বর্তমান পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, যে ২৮শে নভেম্বর নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না৷ তারিখ সম্ভবত মাস দেড়েক পিছিয়ে যাবে৷ মুসলিম ব্রাদারহুড দলের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে – এমনকি তরুণ প্রজন্মের মধ্যেও৷ অত্যন্ত কট্টরপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলিকে দূরে রাখতেও অনেকে ব্রাদারহুড'কে ক্ষমতায় দেখতে চাইছে – এমনটাই শুনেছেন যশোমতি৷ তারা বলছেন, মিশর যাতে দ্বিতীয় সৌদি আরব না হয়ে ওঠে৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান