1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালয়েশিয়ায় ‘মোটা চালের' কনডম চালু

৮ অক্টোবর ২০১৭

মানুষের যৌনজীবনে বাড়তি উদ্দীপনা আনতে মালয়েশিয়ার এক কনডম কোম্পানি সেদেশের জনপ্রিয় এক খাবারের স্বাদের কনডম বাজারে ছাড়ছে৷ ঝাল স্বাদের মোটা চালের সেই খাবারের আঞ্চলিক নাম ‘নাসি লেমাক'৷

https://p.dw.com/p/2lJiB
ছবি: picture alliance / CTK

মালয়েশিয়ার প্রতিষ্ঠান কারেক্স নিজেকে বিশ্বের সবচেয়ে বড় কনডম প্রস্তুতকারী প্রতিষ্ঠান মনে করে৷ ইতোমধ্যে নানা ফ্লেভারের কনডম বাজারে ছেড়েছে তারা৷ সেগুলোর কোনোটি ফলের স্বাদের, কোনোটি আবার উত্তেজনাবর্ধক৷ তবে মুসলিমপ্রধান দেশটিতে মোটা চালের ঝাল ফ্লেভারের একটি খাবারের মতো করে কনডম তৈরির ঘোষণা আগে কেউ দেয়নি৷

মালয়েশিয়ায় মূলত সকালের নাস্তা হিসেবে খাওয়া হয় নাসি লেমাক৷ এটি দামে বেশ সস্তা এবং রাস্তার পাশে দোকানেও পাওয়া যায়৷ নারিকেল দুধ দিয়ে রান্না করা এই খাবার সেদ্ধ ডিম, শসা এবং মরিচের সসসহ পরিবেশন করা হয়৷ এমন খাবারের স্বাদের কনডম বাজারে ছাড়া প্রসঙ্গে কারেক্সের গো মিয়া কিয়াত বলেন, ‘‘আমরা মালয়েশীয়রা রাজনৈতিক আদর্শ, ধর্ম এবং বর্ণের কারণে বিভক্ত৷ তবে আমার মনে হয়, একটি জায়গায় আমাদের মিল রয়েছে, তা হচ্ছে ‘নাসি লেমাক'৷ কোথায় এই খাবার সবচেয়ে ভালো পাওয়া যায়, তা আমরা একে অপরের কাছে প্রায়শই জানতে চাই৷''

নাসি লেমাকে মরিচের উপস্থিতি থাকে বলে সেটি ঝাল হয়৷ এমন স্বাদের কনডম বাজারে কতটা জনপ্রিয়তা পাবে, তা আগেভাগে বলা না গেলেও কারেক্স নাকি রীতিমতো গবেষণা করেই তা বাজারে ছাড়ছে৷ প্রতিষ্ঠানটি এই কনডম নিয়ে ছয় মাস পরীক্ষা-নিরীক্ষা করেছে বলে জানিয়েছে৷ এখন নাকি চলছে উৎপাদনের কাজ৷ সবকিছু ঠিক থাকলে সীমিত সংস্করণের এই কনডম ডিসেম্বর নাগাদ বাজারে পাওয়া যাবে৷

উল্লেখ্য, কারেক্স বছরে পাঁচ বিলিয়ন কনডম তৈরি করে৷ মালয়েশিয়ার রক্ষণশীল সমাজে এখনো অনেকে কনডম ব্যবহারকে ভালো চোখে দেখে না৷ কেউ কেউ মনে করেন, কনডম সহজলভ্য হওয়ায় বিবাহপূর্ব যৌনমিলন বেড়ে যাচ্ছে৷ তবে কারেক্স সেসব বিষয় আমলে না নিয়ে বরং জন্মনিয়ন্ত্রণের দিকেই গুরুত্ব দিচ্ছে৷

এআই/এসিবি (এএফপি)