কনডম কি চকলেট?
২৩ মার্চ ২০১৭এক বাচ্চা ছেলে টিভিতে ক্রিকেট খেলা দেখছিল৷ খেলার মাঝখানে এক বিজ্ঞাপন দেখে মুগ্ধ সে৷ কনডমের বিজ্ঞাপনে এক আবেদনময়ী নারী স্ট্রবেরি খাচ্ছেন৷ ছেলেটার ধারণা হলো, কনডম আসলে ক্যান্ডি!
তাঁর বাবা যখন জিজ্ঞাসা করলো, কী দেখছিস? বাচ্চাটা জানালো সেই ‘ক্যান্ডির’ কথা৷ বাবার তো আক্কেল গুড়ুম, বলে কি ছেলে, কনডম ক্যান্ডি হতে যাবে কোন দুঃখ? আসলে বিজ্ঞাপনটা এমনভাবে তৈরি যে দেখলে হয়ত কনডম যারা চেনে না তাদের এমনই মনে হতে পারে৷ বাবা খানিকটা ভেবে সিদ্ধান্ত নিলেন সন্তানকে কনডম কী, তা জানাবেন৷
কিন্তু বাঙালি বা দক্ষিণ এশিয়ার সমাজে যৌনতা নিয়ে কথা বলা একরকম নিষিদ্ধ বিষয় বলা চলে৷ অন্তত আমাদের বাবাটি ছোটবেলায় এই নিয়ে কথা বলতে পারেননি৷ তাঁর ধারণা ছিল কনডম হচ্ছে বেলুন৷ এ কথা চিন্তা করে রাস্তায় কুড়িয়ে পাওয়া একটি কনডমকে ফুলিয়ে একবার বেলুন বানিয়ে ছিলেন তিনি৷ তা সেই ব্যক্তির পক্ষে কনডম কী, তার ব্যাখ্যা করা কি সহজ কাজ?
বাকিটা আর বলছি না, বাংলা ভাষায় ভিডিওতেই দেখে নিন৷ কথা দিচ্ছি, আপনার ভালো লাগবে৷ ট্যাবু টপিক মনে করে আমরা যা এড়িয়ে যাই, তা ছোট ছেলে-মেয়েদের মনে কীরকম প্রভাব ফেলে জানা যাবে এই ভিডিওতে৷ অবশ্য শুধু কনডম নয়, সেক্স সম্পর্কিত আরো অনেক বিষয় নিয়ে এ রকম ভিডিও তৈরি করেছে ওয়াইফিল্মস নামের একটি ভারতীয় স্টার্টআপ৷ আর সেক্স-টক ভিডিওগুলো স্পন্সর করেছে কনডম ব্রান্ড ডিউরেক্স৷ ভিডিওগুলো মূলত হিন্দিতে হলেও বাংলাসহ বিভিন্ন ভাষায় ইতিমধ্যে ভাষান্তরও করা হয়েছে সেগুলোর৷
এআই/ডিজি