মাতৃভাষা দিবসে জাতিসংঘের বাংলা ফন্ট ইউনিকোড প্রকাশ
২১ ফেব্রুয়ারি ২০২৩ইন্টারনেটে বাংলা ব্যবহারে বৈচিত্র্য আনতে প্রকাশিত ‘ইউএন বাংলা' ফন্টের এই সাতটি ইউনিকোড সংস্করণ ইউএনডিপি বাংলাদেশের ওয়েবসাইট থেকে ডাউনলোডও করা যাচ্ছে৷
মঙ্গলবার ইউএনডিপির ঢাকা অফিসে এক অনুষ্ঠানে এই ইউনিকোড বাংলা ফন্ট উন্মুক্ত করেন বাংলাদেশে ইউএনডিপির আবাসিক দূত স্টিফেন লিলার এবং শুভেচ্ছাদূত জয়া আহসান৷
ইউএনডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারনেটে বাংলা ভাষার ব্যবহার সহজ করতে এবং প্রবেশগম্যতা বাড়াতে নতুন ফন্ট প্রকাশের এই উদ্যোগ৷
এর আগে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি জাতিসংঘ বাংলা ফন্টের একটি সংস্করণ প্রকাশ করেছিল৷ তবে সেটি ইউনিকোড না হওয়ায় অনলাইনে ব্যবহার করা যেত না৷
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ইউএনডিপির আবাসিক দূত স্টিফেন লিলার বলেন, ‘‘বাংলা ভাষাকে সম্মান জানাতে আমরা ২০২০ সালে বাংলা ফন্ট প্রকাশ করেছিলাম৷ ইন্টারনেটে এখন বাংলার ব্যবহার বাড়ছে৷ তাই আমরা সবার জন্য এর একটি ইউনিকোড ভার্সন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি৷ আমার প্রত্যাশা এই ফন্টগুলো ইন্টারনেটে বাংলা লেখায় নতুন ভিত্তি উন্মোচন করবে৷”
তিনি বলেন, ‘‘যারা মোবাইলে বা কম্পিউটারে বাংলা লেখেন, তারা এখন আরও বৈচিত্র উপভোগ করতে পারবেন৷” মাতৃভাষা দিবসে
ইউএনডিপির শুভেচ্ছাদূত জয়া আহসান বলেন, ‘‘আমরা যারা ইন্টারনেটে বাংলা লিখি, তাদের জন্য এটি খুবই আশাব্যঞ্জক খবর৷ মাতৃভাষা দিবসে ইউএনডিপির এই উদ্যোগের অংশ হতে পেরে আমি খুবই খুশি৷”
এই ফন্ট ব্যবহার করে শিগগিরই ইউএনডিপির বাংলা ওয়েবসাইট প্রকাশ করা হবে বলে ইউএনডিপি বাংলাদেশের হেড অফ কমিউনিকেশন্স মো. আব্দুল কাইয়ুম জানান৷
ইউএন বাংলা ফন্টের নকশাকার মহিবুবুর রহমান রাজন বলেন, ‘‘ আসলে আমাদের প্রিয় বাংলা বর্ণমালায় মাত্রা যুক্তাক্ষরসহ সব মিলিয়ে বৈচিত্র্য অনেক বেশি, তাই বাংলা বর্ণমালা নিয়ে কাজ করার সুযোগটাও বেশি৷ ইউএন বাংলা ফন্টটির মত এত ভিন্নতা খুব বেশি আর নেই৷”
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)