1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রসঙ্গ মঞ্চনাটক

২১ সেপ্টেম্বর ২০১২

কেমন চলছে গ্রুপ থিয়েটার আন্দোলন? নাটকের মান কি কমেছে? অভিনেতা শহীদুজ্জামান সেলিম মনে করেন দর্শক আশানুরূপ হচ্ছে না, তবে তার কারণ নাটকের মানের অবনতি নয়৷

https://p.dw.com/p/16C3Q
ছবি: Merlin Nadj-Torma

কারণটা তাহলে কী? সেলিম বলছেন, রাজধানীর জনজীবনে যানজট, যানবাহনের সংকট থেকে শুরু করে নিরাপত্তার অভাবের কথা৷ তাঁর কথায় এটা পরিস্কার যে নিশ্চিন্তে, নির্বিঘ্নে নাটকপাড়ায় নাটক উপভোগ করতে যাওয়ার পরিবেশ নেই৷ নেই অনেক আগে থেকেই৷

MMT BM/210912/Interview: Selim on Group Theatre - MP3-Mono

ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে দর্শক না বাড়ার আরেকটা কারণও উল্লেখ করেছেন বাংলাদেশের এই নাট্যকর্মী৷ তাঁর মতে, দেশে যখন একটামাত্র টেলিভিশন চ্যানেল ছিল তখন মঞ্চনাটকের দর্শকও ছিল বেশি৷ কিন্তু এখন দেশে অনেক টিভি চ্যানেল, দর্শকের সামনে তাই আগের চেয়ে অনেক বেশি টিভিমুখী হওয়ার সুযোগ৷ সুযোগটা তাঁরা নিচ্ছেনও৷

সাক্ষাৎকার: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য