1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ প্রস্তুতিতে ব্যর্থতা

১৩ এপ্রিল ২০১৪

বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যর্থতার কারণে অলিম্পিক আয়োজনের জন্য ব্রাজিলকে বেশ কিছু পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি৷ ২০১৬ সালে এই ব্রাজিলেই অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা৷

https://p.dw.com/p/1BgrD
আইওসি-র প্রেসিডেন্ট জার্মানির টোমাস বাখছবি: picture-alliance/dpa

এ বছরের জুন থেকে জুলাই মাসে অনুষ্ঠিত হবে ব্রাজিল বিশ্বকাপ ২০১৪৷ কিন্তু এখনো স্টেডিয়ামগুলোর কাজ শেষ হয়নি৷ বাকি রয়েছে ভেন্যুগুলোর সংস্কারের কাজ৷ ফলে ঘরে-বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ব্রাজিল৷ এ কারণে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলো ব্রাজিলে বড় বড় অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে৷

এই প্রথম দক্ষিণ অ্যামেরিকার কোনো দেশে অলিম্পিক আয়োজন হবে৷ কিন্তু বিশ্বকাপের প্রস্তুতির এ অবস্থা ব্যাপক চিন্তায় ফেলেছে অলিম্পিক আয়োজক কমিটিকে৷ বৃহস্পতিবার ব্রাজিলের প্রস্তুতির ব্যাপারে বিভিন্ন ক্রীড়া সংস্থা থেকে পাওয়া নানা অভিযোগ পেশ করা হয়েছে আইওসি-র প্রেসিডেন্ট জার্মানির টোমাস বাখের কাছে৷

এ নিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে বাখ বলেছেন, ‘‘আমরা বিশ্বাস করি রিও-র অলিম্পিক আয়োজন হবে অসাধারণ৷ এর জন্য যা যা করা দরকার তা ভালোভাবেই করবে তারা, কেননা তাদের সেটা করার ক্ষমতা আছে৷ তবে দরকারি কিছু কাজ যদি তারা এখন থেকেই শুরু করে, তবেই সেটা সম্ভব৷ আর যেসব বিষয়ে অভিযোগ এসেছে সেগুলো নিয়ে আমরা সচেতন৷''

Arena Corinthians in Sao Paolo
বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যর্থতার প্রমাণ দিচ্ছে ব্রাজিলছবি: picture-alliance/dpa

তিনি জানান, ‘‘ব্রাজিলের প্রধান আয়োজক কমিটির সাথে আমরা এ বিষয়গুলো নিয়ে আলোচনা করব৷ তাদের কী ধরনের সাহায্যের দরকার সেটা জানতে চাইব এবং তাদের সহযোগিতা করার চেষ্টা করবো৷''

এদিকে, বিশ্বকাপ এবং অলিম্পিককে ঘিরে দৈনন্দিন জীবনের ব্যয় বেড়ে যাওয়ায় ব্রাজিলের সাধারণ অধিবাসীদের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে৷ যে কোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা রয়েছে৷ আর তাদের হামলার প্রধান লক্ষ্য হতে পারে যেসব জায়গায় নির্মাণ কাজ চলছে, সেই ভেন্যুগুলো৷

পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে গত এক সপ্তাহ ধরে অলিম্পিক পার্কে কর্মরত নির্মাণ শ্রমিকরা ধর্মঘট করছেন৷ অলিম্পিক পার্ক ২০১৬ অলিম্পিকের প্রধান ভেন্যু৷ বুধবার আদালতে তাঁদের কাজে ফেরার নির্দেশ দিলেও তাঁরা তা মানেননি৷ শ্রমিকরা জানিয়েছে, তাঁদের কাজে ফিরতে বাধ্য করা হলে তাঁরা মাত্র ১০ ভাগ কাজ করবে৷ এমনকি বিক্ষোভ-সহিংতার হুমকিও দিয়েছেন তাঁরা৷

ব্রাজিল সরকার অলিম্পিকের জন্য ১৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় নির্ধারণ করেছে, যার বেশিরভাগটা আসবে জনগণের অর্থ থেকে৷

আইওসি-র নির্বাহী পরিচালক গিলবার্ট ফেলি আগামী সপ্তাহে ব্রাজিলে স্থানীয় আয়োজকদের সাথে দেখা করে তাদের প্রস্তুতি সম্পর্কে জানবেন৷ এছাড়া সোচি অলিম্পিকে কাজ করেছে এমন একটি বিশেষজ্ঞ দলও খুব শিগগিরই ব্রাজিলে পাঠানো হবে৷ ফেলি জানান, ‘‘আমরা বিশ্বাস করি সব আয়োজন সুষ্ঠুভাবে করার ক্ষমতা ব্রাজিলের হাতেই রয়েছে৷ আমরা শুধু গুরুত্ব বুঝে তাদের পথ দেখানোর করার চেষ্টা করবো৷''

এপিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য