1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের প্রথম পরিকল্পিত জলবায়ুর শহর

৫ জুন ২০২২

কার্বন নির্গমন কমাতে এবং জলবায়ুর কথা বিবেচনায় রেখে উন্নয়ন কর্মকাণ্ড চালাতে গত এপ্রিলে একটি অ্যাকশন প্ল্যান গ্রহণ করেছে নায়ায়ণগঞ্জ সিটি কর্পোরেশন৷ দ্বিতীয় শহর হিসেবে রাজশাহীও এমন একটি প্ল্যানের অনুমোদন দিয়েছে৷

https://p.dw.com/p/4CHae
Gaskrise in Bangladesch
ছবি: Ahmed Salahuddin/imago images/NurPhoto

আড়াই হাজারের বেশি স্থানীয় ও আঞ্চলিক সরকারের নেটওয়ার্ক ‘লোকাল গভর্নমেন্টস ফর সাস্টেনেবিলিটি' আইসিএলইআই-এর বাংলাদেশ প্রতিনিধি জুবায়ের রশিদ এসব তথ্য জানিয়েছেন৷

আইসিএলইআই-এর সহায়তায় সিটি কর্পোরেশন ইতিমধ্যে বায়ুর মান পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপন করেছে৷ এর মাধ্যমে প্রকাশ্যে স্থাপিত স্ক্রিনের মাধ্যমে মানুষকে বাতাসে কার্বন মনোক্সাইড, নাইট্রেোজেন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইডের মতো দূষণকারী গ্যাসের পরিমাণ জানানোর ব্যবস্থা করা হয়েছে৷

এছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে৷ ইতিমধ্যে একটি গণগ্রন্থাগার ও হাসপাতালসহ কয়েকটি সরকারি স্থাপনার ছাদে সৌরশক্তি উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে৷

দখল হয়ে যাওয়া ২৬টি খাল পুনরুদ্ধারের চেষ্টা করা হচ্ছে৷ সেটি সম্ভব হলে দুর্গন্ধ দূর হবে৷ এছাড়া উদ্ধার করার পর খালের চারপাশে গাছ লাগিয়ে সবুজের ব্যবস্থা করা হবে৷ শহর এলাকায় জলাধার থাকলে গরম কম লাগে বলে জানান আইসিএলইআই-এর নারায়ণগঞ্জের প্রকল্প কর্মকর্তা দীপক ভৌমিক৷

সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী জানান, তারা শহরের বিভিন্ন স্থানে ইকো-পার্ক তৈরি এবং শীতলক্ষ্যা নদী ও খালের চারদিকে বনায়নের কাজ শুরু করেছেন৷

তবে জলবায়ুবান্ধব উন্নয়ন মডেল বাস্তবায়নের ক্ষেত্রে পর্যাপ্ত অর্থের অভাব একটি সমস্যা বলে জানান তিনি৷

আইসিএলইআই-এর নারায়ণগঞ্জের প্রকল্প কর্মকর্তা দীপক ভৌমিক জানান, তারা সিটি কর্পোরেশনের সঙ্গে মিলে জলবায়ুবান্ধব বিভিন্ন প্রকল্পের প্রস্তাব তৈরি করছেন৷ এগুলো বাস্তবায়ন করতে তহবিলের জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় প্রস্তাব পাঠানো হবে৷

ইতিমধ্যে বিশ্বব্যাংক, জাপান সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক শহরের কয়েকটি প্রকল্পে তহবিল জোগান দিয়েছে৷

আইসিএলইআই-এর বাংলাদেশ প্রতিনিধি জুবায়ের রশিদ জানান কার্বন নির্গমন কম করে নগর উন্নয়ন করার একটি পাইলট প্রকল্প হচ্ছে নারায়ণগঞ্জ৷ দ্বিতীয় শহর হিসেবে রাজশাহীও একটি ক্লাইমেট অ্যাকশন প্ল্যানের অনুমোদন দিয়েছে বলে জানান তিনি৷

জেডএইচ/কেএম (থমসন রয়টার্স ফাউন্ডেশন)