দিল্লিতে গণধর্ষণের ঘটনায় সংসদের ভেতরে, বাইরে ধিক্কার
১৮ ডিসেম্বর ২০১২রবিবার রাতে দিল্লির একটি চলন্ত বাসে এক মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় পুলিশ ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে৷ এদের মধ্যে আছে বাসের ড্রাইভার ও তার ভাই৷ বাসটিও উদ্ধার করেছে পুলিশ৷ বাসটি দিল্লির বিভিন্ন স্কুলে ভাড়া খাটতো৷ জানা গেছে, তরুণীকে লোহার রড দিয়ে মেরে রাস্তায় ফেলে দেয়া হয়৷ তরুণীকে বাঁচাতে যাওয়ায় তাঁর বন্ধুটিকেও লোহার রড দিয়ে মারা হয়৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, হাসপাতালে ঐ তরুণীর অবস্থা এখনও সংকটজনক৷
এই ঘটনায় মঙ্গলবার সংসদে দলমত নির্বিশেষে সাংসদরা রাজধানী দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতির নিন্দা করে অপরাধীদের গ্রেপ্তার এবং দ্রুত কড়া শাস্তি দেবার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে নির্দিষ্ট আশ্বাস দাবি করেন, যাতে ভবিষ্যতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয়৷ তাঁরা বলেন, দিল্লিতে যে হারে গণধর্ষণের ঘটনা বাড়ছে, তাতে পুলিশ প্রশাসনের অকর্মন্যতাই প্রমাণ করে৷
স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরণের ঘটনা রোধে একটি ‘টাস্কফোর্স' গঠনের কথা বলেন৷ যৌন অপরাধের শাস্তি যাতে আরো কঠোর করা হয়, তার জন্য সংশ্লিষ্ট ফৌজদারি আইন সংশোধনের কথাও উল্লেখ করেন তিনি৷
নাগরিক সমাজ এই ঘটনায় সোচ্চার৷ পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সন সুনন্দা মুখোপাধ্যায় ডয়চে ভেলেকে বলেন, ধর্ষণকারীর ফাঁসি হওয়া উচিত৷ আমাদের দেশে ফাঁসি তো উঠে যায়নি৷ বিরলতম বিরল ক্ষেত্রে ফাঁসি আছে৷ আর শুধু ফাঁসি নয়, এই ধরণের অপরাধে প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত', বলেন তিনি৷
কয়েক বছর আগে পশ্চিমবঙ্গে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ঘটনার উল্লেখ করে তিনি বললেন, ‘‘ধর্ষণকারীরা নেক্রোফেলিয়া নামে এক ভয়ঙ্কর মানসিক রোগী৷'' এছাড়া, ‘‘আইনে যে সব ধারা আছে সেগুলিকে যথার্থ কার্যকর করে তুলতে হবে৷ ধর্ষণের অভিযোগ ধর্ষিতা মহিলাকে নানা রকম চাপ দিয়ে যেন তুলে নেয়া না হয়৷ আইনের জায়গাগুলোকে আরো বেশি করে তুলে ধরতে হবে৷''
নিজেকে বাঁচাতে মহিলাদের সাবধানতার বিষয়ে মহিলা কমিশনের প্রধান জানান, ‘‘কেন একজন মহিলা রাত হলেই বাইরে বের হতে পারবে না? সমাজ কী তাহলে একটা জঙ্গল? এ বিষয়ে মহিলাদের চেয়ে পুরুষদের বেশি সোচ্চার হওয়া দরকার৷''