‘দশম সংসদ ভেঙে নির্বাচন'
২০ ডিসেম্বর ২০১৩বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বলেন, ‘‘নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে৷ উনি (খালেদা জিয়া) পারবেন না৷'' তবে বিরোধী দলের সঙ্গে চলমান আলোচনার বিষয়ে শর্তসাপেক্ষে তাঁর বক্তব্য হচ্ছে, ‘‘...নির্বাচনের পর আলাপ-আলোচনার মধ্য দিয়ে যদি সমঝোতায় আসতে পারি, প্রয়োজনে আমরা পার্লামেন্ট ভেঙে দিয়ে পুনরায় নির্বাচন দেব৷''
ডয়চে ভেলের ফেসবুক পাতায় হাসিনার এই বক্তব্যের আলোকে জানানো হয়, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসন্ন নির্বাচনে বিএনপির অংশ নেয়ার সুযোগ নেই৷ তিনি জানান, নির্বাচনের পর আলাপ-আলোচনার মধ্য দিয়ে সমঝোতা হলে প্রয়োজনে পার্লামেন্ট ভেঙে দিয়ে পুনরায় নির্বাচন দেয়া হতে পারে৷ একটাই শর্ত, বিরোধী দলকে, হরতাল-অবরোধ, মানুষ খুন করা বন্ধ করতে হবে৷ জামায়াতের সঙ্গ ছাড়তে হবে৷''
বলাবাহুল্য, হাসিনার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ফেসবুকে মন্তব্য করেছেন অনেকে৷ ইমন হাসান লিখেছেন, ‘‘একটা নির্বাচন করতে কোটি কোটি টাকা খরচ হয়৷ আর এই টাকাটা কারো বাবার না, টাকাটা জনগণের৷ তাই নিজেদের টাকা খরচ করে নির্বাচন একবার না ১০ বার করুক তাতে জনগণের কিছু আসে যায় না...৷''
রায়হান হক নামক আরেক ফেসবুক ব্যবহারকারী শেখ হাসিনার উদ্দেশে প্রশ্ন রেখে বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা: একটাই শর্ত:- ১) বিরোধী দলকে হরতাল-অবরোধ, ২) মানুষ খুন করা বন্ধ, ৩) জামায়াতের সঙ্গ ছাড়তে হবে৷ শর্ত তিনটা৷ বিএনপির শর্ত একটা - প্রধানমন্ত্রীর সরে দাঁড়ানো৷ সহজ কোনটা? বলেনতো? আমাদের সাথে৷''
ডয়চে ভেলের আরেক পাঠক মামুনুর রশীদ অবশ্য প্রধানমন্ত্রীর এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন৷ ফেসবুকে তিনি লিখেছেন ‘‘হাসিনা ভুল কিছুতো বলেন নাই৷ এখন এই মুহূর্তে নির্বাচন বাতিল করা কি সম্ভব? ইলেকশনের ভোট নেওয়াটা বাদে সব কাজ শেষ৷ সুতরাং, এখন দশম না একাদশ নির্বাচন নিয়ে আলাপ করা উচিত৷''
একই বিষয়ে সোহাগ ব্যাপারি লিখেছেন, ‘‘দেশের সম্পদ রক্ষার্থে, তালেবানের হাত থেকে দেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর এই প্রস্তাবটাই মেনে নেয়া উচিত৷''
এদিকে, বাংলা ব্লগেও নির্বাচন নিয়ে নিয়মিত প্রকাশ হচ্ছে বিভিন্ন নিবন্ধ৷ সামহয়্যার ইন ব্লগে আব্দুর রহমান মিল্টন লিখেছেন, ‘‘এবার কষ্ট করে কোনো ভোটারকে নির্বাচন কেন্দ্রে যেতে হবে না৷ কারণ সবাই এমনিতেই এমপি হয়ে যাচ্ছে৷ যারা এবার নতুন ভোটার তাদের এবার ভোট দেওয়ার ইচ্ছায় গুঁড়ে বালি৷ এক্কেবারে ফাঁকা মাঠে গোল৷ আহারে কি আনন্দ আকাশে বাতাসে৷''
একই ব্লগ সাইটে রাসেল মাহমুদ মাসুমের নিবন্ধের শিরোনাম, ‘‘ইনস্ট্যান্ট নির্বাচন ও আমাদের সুবিধা৷'' এই ব্লগার লিখেছেন, ‘‘একবিংশ শতকে বিংশ শতকের রাজনীতি চলবে না৷ আমরা ‘আনুষ্ঠানিক গণতন্ত্র' চালু করলাম৷ সবাই আমাদের অনুসরণ করুক এবং তাই সবাইকে জানিয়ে দিন ‘ভোটার ক্লেশ নিবারণী পদ্ধতি' হচ্ছে সবচেয়ে আধুনিক উপায়৷''
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক