1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিজাইনার অফ দ্য ইয়ার

১২ জানুয়ারি ২০১৭

ইউজেনি কুইটলেট স্পেনের মানুষ, কাজ শিখেছেন প্যারিসে স্বনামধন্য ডিজাইনার ফিলিপ স্টার্কের কাছে৷ নিজেকে বলেন ‘‘দিজোনিয়াদোর'', স্প্যানিশ ভাষায় ডিজাইন আর ভাবুক মেলালে যে শব্দটি তৈরি হয়৷

https://p.dw.com/p/2Vaqc
ইউজেনি কুইটলেট
ছবি: DW

বছরের সেরা ডিজাইনার

ইউজেনি কুইটলেট-এর জন্ম ১৯৭২ সালে স্পেনের ইবিৎসায়৷ বার্সেলোনায় ডিজাইন নিয়ে পড়াশুনা৷ কুইটলেট বলেন, ‘‘এটা খুবই জরুরি যে, প্রত্যেকটি জিনিসে যেন একটা জাদু থাকে, এমন কিছু একটা, যা আপনাকে চমকে দেবে, আপনাকে স্বপ্নের জগতে নিয়ে যাবে৷ শেষমেষ আমাদের চাই হয়ত একটা চেয়ার কিংবা টেবিল কিংবা বাতি – কিন্তু আমরা তা নিয়ে খেলতেও চাই৷ জিনিসটা তৈরি করার সময়ে এই অনুভূতি হওয়া চাই যে, এটা শুধু একটা কাজের জিনিস নয়, বরং তার যা কাজ, তার চেয়ে অনেক বেশি কিছু সেই জিনিসটার মধ্যে লুকিয়ে আছে৷ এটাই হলো ড্রিম টুলস-এর আইডিয়া৷ জলের নীচে যে জগৎ, তা থেকে আমি প্রেরণাটা পাই৷ এটা হলো সাগরের উপরিভাগ, এগুলো হলো সাগরের ঢেউ৷ এখানে আবার টেলিফোন রাখা যায়, কিংবা কলম, কিংবা ভিজিটিং কার্ড৷ তারপর এটাকে টেবিলের ওপর রাখলেই হলো৷''

ইউজেনি কুইটলেট
ছবি: DW

২০১১ সাল থেকে ইউজেনি কুইটলেট নিজেকে বলেন ‘‘দিজোনিয়াদোর'', স্প্যানিশ ভাষায় ‘ডিজাইনার' আর ‘ভাবুক' মেলালে যা দাঁড়ায়৷ এটাই তাঁর নিজের লেবেল৷ তাঁর ছোট্ট টিম একসঙ্গে নানা প্রোজেক্ট নিয়ে কাজ করে, কেননা প্রকল্পের ধারণা থেকে চূড়ান্ত পণ্যটি তৈরি হতে বছর পাঁচেক সময় লেগে যায়৷ কুইটলেটের বক্তব্য হল, ‘‘আমরা কত বড় কোম্পানি, সেটা কথা নয়৷ বড় প্রোডাক্টের মতোই একটা ছোট প্রোডাক্টেও অনেকটা কাজ থাকতে পারে৷ যেমন ধরুন এই প্লাস্টিকের ফর্ক বা কাঁটা৷ যে কোনো সেতু কিংবা বাড়ির মতোই এটা পরিকল্পনা করে করা হয়েছে৷''

ইউজেনি কুইটলেট ডিজাইনের কাজ শিখেছেন প্যারিসে, ফিলিপ স্টার্কের কাছ থেকে৷ দশ বছর কাজ করেছেন স্টার্কের সঙ্গে৷ তারপর কুইটলেট বহু নামকরা কোম্পানির জন্য পণ্য তৈরি করেছেন৷ তবে ডিজাইনার অফ দ্য ইয়ার নির্বাচিত হওয়াটা তাঁর কাছেও একটা বিশেষ সম্মান৷

ডানিয়েলা শুলৎস/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান