1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরতাল প্রতিহত করার ঘোষণা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৩ ফেব্রুয়ারি ২০১৩

শুক্রবার জামায়াত নিয়ন্ত্রিত সমমনা ১২টি ইসলামি দলের তাণ্ডব, জাতীয় পতাকার অবমাননা. শহীদ মিনার এবং গণজাগরণ মঞ্চ ভাঙচুরের পর শাহবাগের গণজাগরণ মঞ্চে দিন রাত ২৪ ঘন্টাই অবস্থান করছে তরুণ প্রজন্ম৷

https://p.dw.com/p/17kcx
ছবি: picture-alliance/dpa

রায়ের বাজারের পতাকা সমাবেশ থেকে আগামীকাল রোববারের হরতাল প্রতিহত করার ঘোষণা দেয়া হয়েছে৷ ১২টি ইসলামি দলের এই হরতালে নৈতিক সমর্থন দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি৷ এদিকে পাবনায় জামায়াতের শনিবারের আধাবেলা হরতালে দুই জন নিহত হয়েছে৷ আর বরিশালে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে৷

শুক্রবারের তাণ্ডবের পর রাতেই আবার শাহবাগে জড়ো হয় তরুণ প্রজন্ম৷ আর সেখান থেকেই ফের সার্বক্ষণিক অবস্থানের ঘোষণা দেয়া হয়৷ গণজাগরণের ১৯তম দিনে চলে যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ৷

সেখানে জড়ো হওয়া তরুণরা জানান তারা রোববার জামায়াত নিয়ন্ত্রিত ১২টি দলের ডাকা হরতাল প্রতিহত করবেন৷

আর বিকেলে রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অনুষ্ঠিত হয় পতাকা সমাবেশ৷ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সব শ্রেণির মানুষ পতাকা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন৷ তাঁরা বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসি ছাড়া তারা ঘরে ফিরবেন না৷ অন্যতম সংগঠক ডা. ইমরান এইচ সরকার সমাবেশে জানান, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে হবে৷ তাদের তাণ্ডব আর কোনোভাবেই মেনে নেয়া হবে না৷ রোববারে হরতাল প্রতিহত করে তার জবাব দেয়া হবে৷

এদিকে হরতালের কারণে সরকার রবিবারের এসএসসি পরীক্ষা বাতিল করে মার্চের এক তারিখে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে৷ দোকান ও পরিবহণ মালিকরা হরতাল প্রত্যাখ্যান করেছেন৷ তবে এই হরতালে নৈতিক সমর্থন দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি৷

এদিকে আজ শনিবার পাবনায় জামায়াতের ডাকা হরতালে সহিংসতা হয়েছে৷ জামায়াত ও পুলিশের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন৷ বরিশালেও জামায়াত শিবিরের লোকজন ভাঙচুর এবং আগুনসহ ব্যাপক তাণ্ডব চালিয়েছে বলে জানা গেছে৷

অন্যদিকে শুক্রবারের তাণ্ডবের ঘটনায় ঢাকাসহ সারা দেশে জামায়াত শিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে৷ আর দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ধর্মীয় উস্কানির অভিযোগে মামলা করেছে পুলিশ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য