‘‘জামায়াতে ইসলামী’ ইসলামি দল নয়’’
২৩ ফেব্রুয়ারি ২০১৩শুক্রবার জামায়াত নিয়ন্ত্রিত ১২টি ইসলামী দলের তাণ্ডব জামায়াতেরই তাণ্ডব বলে ডয়চে ভেলেকে জানান মাওলানা মিছবাহুর রহমান৷ তিনি ডয়চে ভেলেকে আরও বলেন, জামায়াত তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য শাহবাগের গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে কুৎসা রটিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করছে৷ এর আড়ালে তারা হামলা চালায়৷
তিনি বলেন, জামায়াতে ইসলামী নিষিদ্ধ করার সঙ্গে ইসলামি দল নিষিদ্ধ করার কোন সম্পর্ক নেই৷ কারণ জামায়াত যুদ্ধাপরাধীদের একটি দল৷ তারা একাত্তরে মানবতা বিরোধী অপরাধ করেছে৷ সরকার ইসলামি দল নিষিদ্ধ করার কথা বলছেনা৷ বলছে যুদ্ধাপরাধীদের দল জামায়াতকে নিষিদ্ধ করার কথা৷ আর জামায়াত এর সঙ্গে ইসলামকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে৷
শাহবাগের গণজাগরণ মঞ্চের দাবির সঙ্গে ইসলামের কোন বিরোধ নেই বলে মন্তব্য করেন মাওলানা মেছবাহুর রহমান৷ তিনি বলেন ইসলামও মানবতা বিরোধী অপরাধের বিচারের পক্ষে৷
তাঁর মতে, জামায়াতে ইসলামী ধর্ম ব্যবসায়ীদের একটি দল৷ ইসলামকে তারা ব্যবহার করে৷ তাই এই দলটি নিষিদ্ধ হোক, তাও চান ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান৷