জার্মানির শহরগুলিকে তথ্য বিক্রির পরামর্শ
১০ এপ্রিল ২০১৮শুনতে ভালোই শোনায়৷ আর তাই খবরটি নজর কেড়েছে সবার৷ জার্মানির রাইনিশে পোস্ট দৈনিককে জার্মান অ্যাসোসিয়েশন অফ টাউনস অ্যান্ড মিউনিসিপ্যালিটিজ (ডিএসটিজিবি)-র ব্যবস্থাপনা পরিচালক জার্ড লান্ডসবার্গ পরিষ্কার বলেছেন, সব শহরেরই উচিত সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য বিনা পয়সায় না দিয়ে উপযুক্ত মূল্যে বিক্রি করা৷ তাঁর মতে, ‘‘শহর এবং পৌরসভাগুলোকে এ বিষয়ে সচেতন হতে হবে যে, এই একুশ শতকের তেল হচ্ছে তথ্য এবং একে আয় বৃদ্ধিতে ব্যবহার করা যায়৷’’
জার্ড লান্ডসবার্গ অবশ্য সব ধরনের তথ্য বিক্রির কথা বলেননি৷ তিনি মনে করেন, শব্দ দূষণ, যানবহনের ঘনত্ব ইত্যাদি ধরনের বিষয় নিয়ে যেসব তথ্য সংগ্রহ করা হয়, সেগুলোই বিক্রি করে শহর বা পৌরসভা কর্তৃপক্ষ রাজস্ব আয় বাড়িয়ে নিতে পারে৷ কোনো শহর যদি তথ্য বিক্রির দায়িত্ব সরাসরি নিতে না চায়, তাহলে সে দায়িত্ব কোনো বেসরকারি সংস্থাকে দিতেও কোনো অসুবিধা দেখছেন না জার্ড লান্ডসবার্গ৷
কিন্তু ডিএসটিজিবি-র ব্যবস্থাপনা পরিচালকের এ পরামর্শের কঠোর সমালোচনা করেছে জার্মানির প্রথম সারির তথ্য নিরাপত্তা সংস্থা৷ বাম রাজনৈতিক দলগুলোর সংসদীয় মুখপাত্র আঙ্কে ডমশাইড্ট-বার্গও সমালোচনামুখর৷ তিনি বলেছেন, শহর বা পৌরসভা তথ্য বিক্রি শুরু করলে তা থেকে সাধারণ জনগণ উপকৃত হবে না, উপকৃত হবে বড় বড় কোম্পানি৷ তাঁর মতে, ‘‘এর মানে অধিক লাভের উপায়গুলো আরো উন্নত হবে এবং তাতে জনগণের খুব সামান্য উপকার হবে বা কোনো উপকারই হবে না৷’’
এসিবি/জেডএইচ (এএফপি, ডিপিএ)