1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির নাগরিকত্ব নিতে হিড়িক

১৪ জুন ২০১৭

জার্মান পাসপোর্টপ্রার্থী ব্রিটিশ নাগরিকের সংখ্যা এক বছরেই প্রায় চারগুণ বেড়ে গেছে৷ বেক্সিট এগিয়ে আসায় এই সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে৷

https://p.dw.com/p/2efYu
Briten in Bayern Pässe
ছবি: picture-alliance/dpa/B. Pedersen

মঙ্গলবার জার্মানির ফেডারেল পরিসংখ্যান দপ্তর জানিয়েছে, গত বছর জার্মান নাগরিকত্ব গ্রহণকারী ব্রিটিশের সংখ্যা উচ্চহারে বেড়েছে৷ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগে গণভোটের ফল আসার পর থেকে এই প্রবণতা দেখা যাচ্ছে৷

‘‘২০১৬ সালে সর্বমোট দুই হাজার ৮৬৫ জন ব্রিটিশ নাগরিককে জার্মান নাগরিকত্ব দেয়া হয়৷ সংখ্যাটি আগের বছরের তুলনায় ৩৬১ শতাংশ বেশি৷ এই বৃদ্ধির কারণ অবশ্যই বেক্সিট৷ ব্রিটিশদের জন্য এটা পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেশি৷'' 

ব্রিটেনের অনেক নাগরিক মনে করেন, বেক্সিটের ফলে তারা ইউরোপের একক বাজার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন এবং এই ব্লকের মুক্ত বাজারের সুবিধা হারাবেন৷

জার্মানির নাগরিকত্ব চাওয়া ব্রিটিশদের সংখ্যা এ বছর আরো বাড়তে পারে৷ অনেকেই জার্মান পাসপোর্ট পাওয়ার লাভের হিসাব করছেন৷ যদিও ব্রিটেন ২০১৯ সালে ইউরোপীয় ইউনিয়ন ছাড়বে বলে সময় নির্ধারিত হয়েছে৷ অবশ্য কেউ পাসপোর্ট পেতে চাইলে এই প্রক্রিয়ায় বেশ সময় লাগে৷

তবে ব্রিটেন থেকে জার্মান পাসপোর্ট প্রার্থীর সংখ্যা বাড়লেও সেটা মোট সংখ্যার বিবেচনায় বেশ কম৷ ২০১৬ সালে মোট ১ লাখ ১০ হাজার ৩৮৩জন বিদেশি জার্মান নাগরিকত্ব পেয়েছেন, যেটা আগের বছরের চেয়ে ২ দশমিক ৯শতাংশ বেশি৷

এদের মধ্যে সবচেয়ে বেশি নাগরিকত্ব পেয়েছে তুর্কিরা৷ এই সংখ্যাটি ১৬ হাজার ২৯০৷ অবশ্য তাদের ক্ষেত্রে সংখ্যাটি এর আগের বছরের তুলনায় ১৭ শতাংশ কমেছে৷ ৬ হাজার ৬৩২ জন নিয়ে দ্বিতীয় স্থানে আছে পোল্যান্ডের নাগরিকরা৷ ২০১৫ সালের তুলনায় পোলিশদের জার্মান নাগরিকত্ব গ্রহণের হার বেড়েছে ১১ শতাংশ৷

বিদেশিরা ৮ বছর জার্মানিতে অবস্থানের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন৷ আবেদনকারীদের গড় বয়স ৩৩ বছর৷ গড়ে তারা জার্মানিতে ১৭ বছর বাস করার পর এই আবেদন করেন৷

চেজ উইন্টার/এসএন