জার্মানি ভালো দেশ ছিল এবং থাকবে: স্টাইনমায়ার
২৪ ডিসেম্বর ২০২৩বড়দিনের ভাষণে স্টাইনমায়ার বলেন, ‘‘অবশ্যই আমরা স্পষ্টতার জন্য উন্মুখ হয়ে থাকি৷ রাজনীতি জগতের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছ থেকে সঠিক পথে চলার প্রত্যাশাও ন্যায্য৷ দেশ হিসেবে আমাদের সাহায্য করবে, তাদের কাছে এমন জবাবও আমরা আশা করি৷''
জার্মান প্রেসিডেন্টের মতে, সার্বিক কল্যাণের খাতিরে গণতান্ত্রিক নেতারা পরস্পরের মধ্যে সহযোগিতা করবেন, দেশের নাগরিকদের মনে সেই প্রত্যাশা থাকাও স্বাভাবিক৷স্টাইনমায়ার বলেন, ‘‘অনেক মানুষ সে সবের অভাব বোধ করছেন৷ অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন৷ বাকিরা সবাই ও সব কিছুর বিরুদ্ধে অভিযোগ করছেন৷''
দেশের মানুষের এমন মনের অবস্থার কথা স্বীকার করেও জার্মান প্রেসিডেন্ট এর পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক করে দিয়েছেন৷ স্টাইনমায়ারের মতে, গণতন্ত্রের মধ্যে এমন চাপ সত্ত্বেও ক্রোধ ও অবজ্ঞার তুলনায় আরো ভালো পরামর্শদাতা রয়েছে৷ যারা ভবিষ্যতের চ্যালেঞ্জের সহজ উত্তর দেবার ভান করেন, এই সব পরামর্শদাতা তাদের থেকেও ভালো৷ তার মধ্যে সাহস ও পারস্পরিক সংহতি অন্যতম৷ সবার কথা মনে রাখাও জরুরি৷
স্টাইনমায়ারের মতে, একমাত্র সবাই মিলে অগ্রসর হওয়া সম্ভব৷ প্রত্যেকে তার নিজস্ব জগতে নিজেকে গুটিয়ে নিলে সেটা সম্ভব হবে না৷
জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার বলেন, চলতি বছরে বিশ্ব তার কালো দিক দেখিয়েছে৷ দুর্ভোগ ও ধ্বংসলীলার পাশাপাশি ঘৃণা ও সহিংসতাও মাথাচাড়া দিয়ে উঠেছে৷ তিনি সবার আগে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার কথা উল্লেখ করেন৷তাছাড়া শরতকাল থেকে যারা হামাসের নৃশংসতা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের শিকার হচ্ছেন, তাদের কথাও স্মরণ করেন স্টাইনমায়ার৷
বড়দিনের ছুটির মরসুমেও সক্রিয় পুলিশ, দমকল ও স্বাস্থকর্মী এবং অন্যান্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জার্মান প্রেসিডেন্ট৷ স্টাইনমায়ার মনে করিয়ে দেন, যে আগামী বছর জার্মানি তার নিজস্ব গণতন্ত্রের ৭৫ বছর উদযাপন করবে৷ তার মতে, জার্মান সংবিধান নিয়ে গর্ব করার যথেষ্ট কারণ রয়েছে৷ এখনো পর্যন্ত দেশ সেই ভিত্তি ভালোভাবে বহন করে এসেছে এবং ভবিষ্যতেও করবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘‘জার্মানি ভালো এক দেশ থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে৷ সে বিষয়ে আমাদের আরো সচেতন থাকা উচিত৷''
স্টেফান স্টিকেলমান/এসবি