ইউক্রেনের জন্য শান্তির ডাক জার্মান রাষ্ট্রপতির
২৪ ডিসেম্বর ২০২২ভাষণে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়ার যুদ্ধের কারণে ইউক্রেনের জনগণের ‘দুঃসহ যন্ত্রণার’ কথা তুলে ধরতে যাচ্ছেন তিনি৷ জার্মানির টেলিভিশনে রোববার সন্ধ্যা সাতটায় এই ভাষণ প্রচারিত হবে৷
ডয়চে ভেলের কাছে আগাম আসা লিখিত বক্তব্য অনুযায়ী, স্টাইনমায়ার ফ্রাইব্যার্গ শহরে ৫০ জন ইউক্রেনীয় শিশুর সঙ্গে তার এক সাম্প্রতিক সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরবেন৷ যুদ্ধের কারণে মায়েদের সঙ্গে দেশ ছাড়তে বাধ্য হওয়া এই শিশুরা এখন জার্মানির স্যাক্সনি রাজ্যে বসবাস করছে৷
তার প্রত্যাশা ইউক্রেনে আবারও শান্তি ফিরে আসবে৷ তবে তার মতে সেই ব্যবস্থাটি এমন হতে হবে যাতে, ‘‘ভূমি দখলকারীরা পুরস্কৃত না হয় এবং ইউক্রেনের মানুষকে দখলদারদের স্বেচ্ছাচারী কর্মকাণ্ড ও সহিংসতার মধ্যেও ছেড়ে দেয়া না হয়৷’’
হামলা, হুমকি ও নির্যাতনের শিকারদের পাশে দাঁড়ানোর মানবিক বাধ্যবাধকতার বিষয়টিও উল্লেখ করছেন রাষ্ট্রপতি৷ ভাষণে তিনি ইউক্রেনীয়দের সহায়তা করার জন্য জার্মান জনগণকে ধন্যবাদ জানাচ্ছেন৷
যুদ্ধের প্রেক্ষিতে তৈরি হওয়া অর্থনৈতিক সংকটের কারণে মানুষের উপর যে চাপ তৈরি হয়েছে সেই বিষয়টিও তুলে ধরছেন তিনি৷ এজন্য সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের উল্লেখ থাকবে ভাষণে৷ মানুষ যাতে আশা না হারায় এবং ভীত ও বিভক্ত না হয়ে পড়ে জনগণের প্রতি সেই আহ্বান থাকবে জার্মান রাষ্ট্রপতির৷ থাকবে জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলার বার্তাও৷
এফএস/জেডএ