1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউক্রেনকে কত সাহায্য দিয়েছে জার্মানি?

২১ ডিসেম্বর ২০২২

জার্মানির কিল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির অর্থনীতিবিদরা ইউক্রেনকে দেয়া বিশ্বের বিভিন্ন দেশের সহায়তার খবর রাখছেন৷

https://p.dw.com/p/4LGtv
বাখমুটে চলছে যুদ্ধ
বাখমুটে চলছে যুদ্ধছবি: Dimitar Dilkoff/AFP

তাদের হিসেবে, যুদ্ধ শুরুর পর জার্মানি এখন পর্যন্ত ইউক্রেনকে ২.৩ বিলিয়ন ইউরো সামরিক সহায়তা দিয়েছে বা অঙ্গীকার করেছে৷

জার্মানির চেয়ে বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র (২৩ বিলিয়ন ইউরো) ও যুক্তরাজ্য (৪.১ বিলিয়ন ইউরো)৷

সামরিক সরঞ্জাম দেয়া ছাড়াও পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে মানবিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে৷ ইউরোপীয় ইউনিয়ন জানুয়ারি মাসে ইউক্রেনকে আরও ১৮ বিলিয়ন ইউরো সামরিক, মানবিক ও আর্থিক সহায়তা দেয়ার কথা জানিয়েছে৷ সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন থেকে ইউক্রেনকে দেয়া মোট সহায়তার পরিমাণ হবে ৫২ বিলিয়ন ইউরো৷ আর যুক্তরাষ্ট্রের হবে ৪৮ বিলিয়ন ইউরো৷

কিল ইনস্টিটিউটের অর্থনীতিবিদরা ‘ইউক্রেন সাপোর্ট ট্র্যাকার' (https://app.23degrees.io/view/x67vE7NsM3NeQu7z-atlas-slideshow_v4-atlantic/fY83zKIZpbLi3ll5-choro-ukraine-aid-tracker-final-data

) নামে নিয়মিত একটি প্রতিবেদন প্রকাশ করছেন৷

কিল ইনস্টিটিউটের অর্থনীতিবিদ আন্দ্রে ফ্রাঙ্ক ডয়চে ভেলেকে জানান, ইউক্রেনকে দেয়া জার্মানির সহায়তার পরিমাণ আরও বেশি হতে পারে কারণ, আইরিস-টি এসএলএম এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য জার্মানি ঠিক কতগুলো মিসাইল দিয়েছে, সেটা সরকার জানায়নি৷ অথচ এই সিস্টেম ব্যবহার করে ইউক্রেন কিয়েভের আশেপাশে চালানো রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ঠেকিয়ে আসছে৷ একেকটি আইরিস-টি মিসাইলের দাম বিশ্ব বাজারে ছয় লাখ ১৬ হাজার ডলার বলে জানিয়েছেন আন্দ্রে ফাঙ্ক৷

এছাড়া আরেকটি বিষয়ও সহায়তার প্রকৃত মূল্য নির্ধারণ করতে অর্থনীতিবিদদের সমস্যায় ফেলছে বলে জানান তিনি৷ যেমন স্লোভাকিয়া ও স্লোভেনিয়া ইউক্রেনকে সোভিয়েত আমলের ট্যাঙ্ক দিয়েছে৷ এর বিনিময়ে দেশ দুটি জার্মানি থেকে সামরিক সরঞ্জাম পেয়েছে৷

সামরিক সহায়তার মূল্য নির্ধারণ করতে কিল ইনস্টিটিউটের অর্থনীতিবিদরা নিজেরা বিভিন্ন জিনিসের মূল্য নির্ধারণ করে নিচ্ছেন, যেমন জার্মানি ইউক্রেনকে এখন পর্যন্ত ৩০টি গেপার্ড ট্যাঙ্ক দিয়েছে৷ ঠাণ্ডা যুদ্ধ চলাকালীন সময়ের এই ট্যাঙ্কগুলো জার্মানি আর ব্যবহার করতো না৷ ফলে সেই অর্থে এগুলোর বর্তমান কোনো মূল্য নেই৷ তবে গণনার সুবিধার্থে অর্থনীতিবিদরা এগুলোর মূল্য ঠিক করে নিয়েছেন৷ তাদের হিসেবে একেকটি গেপার্ড ট্যাঙ্কের দাম ১.২ মিলিয়ন ডলার৷ এই ট্যাঙ্ক ব্যবহার করে ইউক্রেন রুশ মিসাইল হামলা থেকে নিজেদের রক্ষা করছে৷

ফ্রাঙ্ক হফমান/জেডএইচ