চুল কেটে, মুখে কালি দিয়ে রাস্তায় ঘোরানো হলো ধর্ষিতাকে
২৭ জানুয়ারি ২০২২অপরাধের শিকার ওই নারীকে চুল কেটে, গলায় জুতার মালা পরিয়ে, মুখে কালি মাখিয়ে ঘোরানো হয় ভারতের রাজধানীর রাস্তায়৷ নিগৃহীতাকে হেনস্তা করা হচ্ছে, পাশে রয়েছেন বেশ কয়েকজন নারী, সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে সেই ভিডিও৷ দিল্লির কস্তুরবা নগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় ২০ বছরের ওই তরুণীকে৷ এই ঘটনায় টুইটে তীব্র নিন্দা প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি৷
ওই তরুণীকে চুল কেটে জুতোর মালা পরিয়ে রাস্তা দিয়ে হাঁটাচ্ছে অভিযুক্তরা৷ শুধু হেনস্তা এবং হাঁটানো নয়, এই ঘটনায় স্থানীয়দের একাংশকে উল্লাস প্রকাশ করতেও দেখা গিয়েছে৷ টুইটারে ঘটনায় তীব্র নিন্দা করে দিল্লি পুলিশের দৃষ্টি আকর্ষণের কথা বলেন নারী কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল৷দিল্লি পুলিশকে একটি নোটিশও পাঠিয়েছেন তিনি৷
ওই নারী বিবাহিতা, তার একটি সন্তানও রয়েছে৷ প্রতিবেশী এক যুবক, রাস্তায় চলাফেরার সময় তাকে মাঝে মাঝে অনুসরণ করতেন বলে অভিযোগ৷ নভেম্বর মাসে আত্মঘাতী হন ওই যুবক৷ নিগৃহীতার বোন জানান, ওই আত্মহত্যার জন্য তার দিদিকে দায়ী করে যুবকের পরিবার৷ এরপরই অপহরণ করে গণধর্ষণ করা হয় তাকে৷ দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক৷ পুলিশ চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে৷ নিগৃহীতার চিকিৎসা চলছে৷
অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে দিল্লির নারী কমিশন৷ ওই নারী ও তার পরিবারের সুরক্ষা চাওয়া হয়েছে৷ নারী কমিশন তার সঙ্গে দেখা করেছে৷ নিগৃহীতা নারী কমিশনকে জানিয়েছেন, প্রথমে তাকে অপহরণ করা হয়েছিল৷ এরপর তিন ব্যক্তি তাকে গণধর্ষণ করেছেন৷ ওই ব্যক্তিরা বেআইনি মদ এবং মাদকের কারবারি, এমন অভিযোগ এনেছেন তিনি৷ বেশ কয়েকজন নারীর উপস্থিতিতে তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ৷ এই অভিযুক্তদের বিরুদ্ধে আগেও কোনও মামলা ছিল কি না তা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ৷ আত্মঘাতী যুবকের পরিবারের অভিযোগের দিকটি নিয়েও তদন্ত শুরু হয়েছে৷
আরকেসি/কেএম (ইন্ডিয়া টু ডে, এনডিটিভি)