1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চট্টগ্রামে তেলের জাহাজে আগুন, নিহত ১ দগ্ধ তিন

২৯ এপ্রিল ২০২১

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে একটি তেলের জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় এক জন নিহত হয়েছে আরও তিনজন  দগ্ধ হয়েছে৷

https://p.dw.com/p/3siTI
প্রতীকী ছবিছবি: Reuters/Sri Lankan Airforce

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে পতেঙ্গায় বৃহস্পতিবার সকালে যমুনার ওয়েল কোম্পানির ৯ নম্বর ঘাটে এ অগ্নিকাণ্ড ঘটে৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ ডটকমকে জানান, সকাল সাতটায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷ তবে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানাতে পারেনি আগুনে দগ্ধ মৃত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি৷

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অগ্নিকাণ্ডে আহত অবস্থায় অগ্নিকাণ্ডে ৬০ বছর বয়সী আহত অবস্থায় ৬০ বছর বয়সী শাহাবউদ্দিন, ৪৮ বছর বয়সী সুফিয়ান ও ২৫ বছরের মনিরকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে৷

বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার লিটন পালিত জানান, দগ্ধদের মধ্যে একজন শতভাগ, একজনের ৯৫ শতাংশ পুড়ে গেছে এবং তাদের অবস্থা গুরুতর৷ প্রাথমিক চিকিৎসার পর  মনিরকে দিয়ে ছেড়ে দেয়া হয়৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য