ইউরো
২৫ আগস্ট ২০১২বার্লিন সফররত গ্রিক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও সামারাসের সঙ্গে বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ম্যার্কেল এসব মন্তব্য করেন৷ তিনি বলেন, সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী সামারাসের নেতৃত্বে গ্রিসের নতুন সরকার সম্ভাব্য সবকিছু করছে বলে তাঁর মনে হয়েছে৷ ম্যার্কেল বলেন, তিনি জানেন যে, সংস্কার বাস্তবায়নে গ্রিকদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে৷ এক্ষেত্রে জার্মানি সবসময় গ্রিকদের সহায়তা করতে রাজি আছে বলে জানান জার্মান চ্যান্সেলর৷
ম্যার্কেলের পর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গ্রিক প্রধানমন্ত্রী সামারাস৷ দায়িত্ব নেয়ার পর এটাই তাঁর প্রথম জার্মানি সফর৷ সামারাস বলেন, সাহায্য পেতে গ্রিস যে সংস্কারের অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করবে৷ তিনি বলেন, গ্রিস যে সঠিক পথে যাচ্ছে, তার প্রমাণ আগামী মাসে প্রকাশিতব্য ‘ত্রয়িকা'র প্রতিবেদনে পাওয়া যাবে৷
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ'এর সমন্বয়ে গঠিত ত্রয়িকা গ্রিসের সংস্কার বাস্তবায়ন নিয়ে ঐ প্রতিবেদনটি তৈরি করবে৷ এই প্রতিবেদনের ওপরই নির্ভর করবে যে, গ্রিস বেইলআউট প্যাকেজের পরবর্তী কিস্তির টাকাটা পাবে, কি না৷
বেইলআউট প্যাকেজের আওতায় গ্রিস মোট ১৩০ বিলিয়ন ইউরো পাবে৷ ইতিমধ্যে বেশ কিছু অর্থ ছাড়ও করা হয়েছে৷ ত্রয়িকার প্রতিবেদনের ভিত্তিতে সাড়ে ৩১ বিলিয়ন ইউরো ছাড় দেয়া হবে৷
এসব সাহায্য পেতে ২০১৩ এবং ২০১৪ - এই দুই বছরে গ্রিসকে তার বাজেট থেকে সাড়ে ১১ বিলিয়ন ইউরো কমাতে হবে৷ তবে টাকার অংকটা ১৪ বিলিয়ন হতে পারে বলে একটি পত্রিকায় খবর বেরিয়েছে৷
জার্মানি সফর শেষে গ্রিক প্রধানমন্ত্রী সামারাস শনিবার ফ্রান্স যাচ্ছেন৷ সেখানে তিনি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদের সঙ্গে বৈঠক করবেন৷
গ্রিক প্রধানমন্ত্রী সামারাসের সঙ্গে বৈঠকের আগে ম্যার্কেল এবং ওঁলদ নিজেদের মধ্যে আলোচনা করেছেন বৃহস্পতিবার, বার্লিনে৷ সেসময় ওলঁদ বলেছিলেন, তিনি চান গ্রিস ইউরোতে থাকুক৷ তবে সেজন্য যা করা দরকার সেটা গ্রিসকেই করতে হবে৷
জার্মানি ও ফ্রান্সে সফরে বের হওয়ার আগে সামারাস জার্মানির দুটি পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন৷ এর মধ্যে একটি বহুল প্রচারিত পত্রিকা ‘বিল্ড'৷ সামারাস বলেন, ‘গ্রিক্জিট' মানে ‘গ্রিক এক্জিট' অর্থাৎ ইউরোজোন থেকে গ্রিসকে বের হয়ে যেতে হলে সেটা হবে ইউরোজোনের জন্য ভয়াবহ বিপর্যয়৷
আরেক পত্রিকা ‘স্যুদডয়েচে সাইটুং' পত্রিকাকে সামারাস বলেন, জার্মানি যে ঋণ দিচ্ছে সেটা ফিরিয়ে দেয়া হবে৷ এছাড়া আরও যারা ঋণ দিয়ে সহায়তা করছে তাদের টাকাও ফিরিয়ে দেয়া হবে বলে আশ্বস্ত করেছেন গ্রিক প্রধানমন্ত্রী৷
ম্যার্কেল আর ওলঁদের সঙ্গে বৈঠকের আগে সামারাস এথেন্সে ইউরোজোনের অর্থমন্ত্রীদের সংগঠন ইউরোগ্রুপের প্রধান জ্যঁ ক্লোদ ইয়ুঙ্কারের সঙ্গে বৈঠক করেছেন৷ সেসময় ইয়ুঙ্কার বলেন, গ্রিসের ইউরো থেকে বের হয়ে যাওয়ার ‘পুরোপুরি বিপক্ষে' তিনি৷
এদিকে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন শ্যুলজ বলেছেন, আগামী মাসের ত্রয়িকা প্রতিবেদনে যে গ্রিস সম্পর্কে ইতিবাচক ভাবনা আসবে সে ব্যাপারে তিনি নিশ্চিত৷
জেডএইচ / ডিজি (এএফপি)