1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্থিক সাহায্য

২২ আগস্ট ২০১২

গ্রিস নিয়ে চলতি সপ্তাহে বেশ কয়েকটি বৈঠক হতে যাচ্ছে৷ সেসব আলোচনায় গ্রিসকে নতুন করে আর্থিক সাহায্য দেয়া নিয়ে কথা হবে৷

https://p.dw.com/p/15tl4
In this photo provided by the Italian Prime Minister Office, Italian Premier Mario Monti, left, talks with German Chancellor Angela Merkel, French President Francois Hollande and Spanish Premier Mariano Rajoy during a meeting in Rome, Friday, June 22, 2012. The leaders of Germany, France, Italy and Spain gathered in Rome on Friday to seek agreement on ways to pull Europe out of its crippling debt crisis. Merkel, Hollande, Rajoy and host Mario Monti got together to push for consensus to give momentum to a crucial summit of European Union leaders in Brussels on June 28 and 29. (Foto:Cristiano Laruffa, Italian Prime Minister Office, ho/AP/dapd)
ছবি: AP

প্রথম বৈঠক হবে বুধবার৷ ইউরোপের অর্থমন্ত্রীদের সংস্থা ‘ইউরোগ্রুপ'-এর প্রধান জ্যঁ ক্লোদ ইয়ুঙ্কার'এর সঙ্গে আলোচনা হবে গ্রিক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও সামারাস'এর৷ এরপর শুক্রবার বার্লিন যাবেন সামারাস৷ সেখানে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল'এর সঙ্গে তিনি কথা বলবেন৷ এরপর সেদিনই তিনি উড়ে যাবেন প্যারিসে, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ'এর সঙ্গে বৈঠক করতে৷

এদিকে, ম্যার্কেল আর ওলঁদ, সামারাস'এর সঙ্গে বৈঠকে বসার আগে নিজেদের মধ্যে আলোচনা করবেন বৃহস্পতিবার, বার্লিনে৷

এসব বৈঠকের পরই হয়ত গ্রিসের ভবিষ্যৎ, অর্থাৎ তাদের ইউরো'তে থাকা বা না থাকা বিষয়ে একটা ধারণা পাওয়া যেতে পারে৷

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, ইসিবি'র সদস্য ইয়োর্গ আসমুসেন বলেছেন, গ্রিস যদি ইউরোজোন'এ থাকতে না পারে, তাহলে হয়তো পরিস্থিতি ‘সামাল' দেয়া যাবে৷ কিন্তু সেটা সবার জন্য বেশ ব্যয়বহুল হবে বলে মনে করেন তিনি৷

Euro-Banknoten mit griechischer Euromünze (Foto: DW) // Eingestellt von wa
ইউরো নোট ও পয়সাছবি: DW

জার্মান প্রভাবশালী সাপ্তাহিক ‘ডের স্পিগেল'-এর রবিবারে প্রতিবেদনে বলা হয়েছে যে, সমস্যায় থাকা স্পেন আর ইটালি যেন কম খরচে ধার নিতে পারে - সে ব্যবস্থা করবে ইসিবি৷ এজন্য প্রয়োজনে ধার নেয়ার জন্য সুদের সর্বোচ্চ হার ঠিক করে দিতে পারে ইসিবি৷ এছাড়া ঐসব দেশের বন্ড কেনার কথাও বিবেচনা করছে ইসিবি৷ কিন্তু জার্মানির কেন্দ্রীয় ব্যাংক, বুন্ডেসবাঙ্ক ইসিবি'র এসব পরিকল্পনার সঙ্গে একমত নয়৷

এদিকে ইসিবি'র এক মুখপাত্র বলেছেন, স্পিগেল'এর প্রতিবেদনটা সঠিক নয়৷ ব্যাপারগুলো নিয়ে ইসিবি'র সদস্যদের মধ্যে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি৷ তবে ইসিবি'র আরেক সদস্য জানিয়েছেন, প্রস্তাবগুলো নিয়ে ইসিবি'র আগামী বৈঠকে আলোচনা হবে৷ বৈঠকটা হবে আগামী মাসের ৬ তারিখ৷

ইসিবি যদি শেষ পর্যন্ত স্পেন আর ইটালির জন্য কম সুদে ধারের ব্যবস্থা করতে পারে তাহলে সেটা ঐ দুই দেশের অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে৷ এবং তারা গ্রিস বা পর্তুগালের মতো পরিস্থিতি এড়াতে পারবে৷ কেননা, অতীতে গ্রিস বা পর্তুগালের অবস্থা যখন আজকের স্পেন বা ইটালির মতো ছিল, তখন গ্রিস আর পর্তুগাল অধিক হারে ধার নিয়েছিল৷ এর ফলে, সাময়িকভাবে হয়ত তারা লাভবান হয়েছিল, কিন্তু আদতে সেটা তাদের অর্থনীতির ওপর মারাত্মক চাপ তৈরি করেছিল৷ ব্যাপারটা এরকম - ধরুন, আপনি গাড়ি কেনার জন্য ঋণ নিলেন৷ তাতে আপনার গাড়িটা কেনা হলো ঠিকই, কিন্তু উচ্চহারে ঋণ নেয়ার ঘানিটা কিন্তু আপনাকে অনেকদিন ধরেই টানতে হবে৷ স্বাভাবিকভাবেই এটা কারো কারো জন্য সুখকর হয় না৷

স্পিগেল বলছে, ইউরোপের কাছ থেকে অর্থ সহায়তার পরবর্তী অংশ পেতে গ্রিসকে তার বর্তমান বাজেট থেকে প্রায় ১,৪০০ কোটি ইউরো কমাতে হবে৷ তবে ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র মনে করেন, এ বিষয়ে মন্তব্য করার সময় এখনো আসেনি৷ তিনি বলেন, এজন্য ইসিবি, আইএমএফ ও ইউরোপীয় কমিশন'এর সমন্বয়ে গঠিত গ্রিস বিষয়ক ত্রয়িকার চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে৷ এই তিন সংস্থার প্রতিনিধিরা গ্রিসের অবস্থা দেখতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আবারো গ্রিসে যাবেন৷

জেডএইচ / ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য