1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোমেজের হ্যাট্টিকে বায়ার্ন মিউনিখের সহজ জয়

৪ নভেম্বর ২০১০

জার্মান স্ট্রাইকার মারিও গোমেজের হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগের ১৬ টি দলের মধ্যে জায়গা করে দিল বায়ার্ন মিউনিখকে৷ বুধবার গ্রুপ ই’র খেলায় রোমানীয় ক্লাব ক্লুজকে ৪-০ গোলে হারিয়ে বায়ার্ন মিউনিখের এই অর্জন৷

https://p.dw.com/p/PxoL
Bayern, Munich, Mario, Gomez, Champions, League, গোমেজ, বায়ার্ন, মিউনিখ, জার্মান, ফুটবল, লিগ, বুন্ডেসলিগা
বুধবারের খেলার উত্তেজনাপূর্ণ একটি মুহূর্তছবি: picture-alliance/dpa

১২, ২৪ এবং ৭২ মিনিটে পরপর তিনটি গোল করে বায়ার্ন মিউনিখকে এগিয়ে নেন ২৫ বছর বয়সি গোমেজ৷ আর ৯০ মিনিটে চতুর্থ গোল করে বায়ার্ন মিউনিখের অবস্থানকে আরো পাকা করেন থমাস ম্যুলার৷

জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগার চলতি মৌসুমে খুব একটা ভালো অবস্থানে নেই তারা৷ তিনটি খেলায় হারের ফলে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে এখন বায়ার্ন মিউনিখ৷ তাই বুধবারের জয় অনেক বড় আশা জাগিয়েছে কোচ লুই ফান গালের ছেলেদের মনে৷

জয়ের পর ফান গালের মন্তব্য, ‘‘আমি মনে করি যে, আজকে আমরা খুব ভালো খেলেছি৷ আমরা বেশ শক্ত এবং আক্রমণাত্মক অবস্থানে ছিলাম৷'' বায়ার্ন মিউনিখ অধিনায়ক ফিলিপ লাম বলেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগে ৪-০ ফলাফল একটি দারুণ অর্জন৷ আসলে খেলার প্রথমদিকেই এগিয়ে যাওয়ার ফলে এটা আমাদের জন্য বেশ সহজ হয়েছে৷''


প্রতিবেদনঃ হোসাইন আব্দুল হাই

সম্পাদনাঃ সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান