1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ঋণের নেশা’ থেকে মুক্তি চায় গ্রিস

২ ফেব্রুয়ারি ২০১৫

ক্ষমতায় এসেই অবাক করা ঘোষণা দিয়ে চলেছে গ্রিসের সিপ্রাস সরকার৷ প্রথমে ইউক্রেন প্রশ্নে রাশিয়ার ওপর আরো কঠোর অবরোধ আরোপে সমর্থন দেয়নি তারা৷ এবার দেশের অর্থনীতিকে চাঙা করতে ঋণ-নির্ভরতা থেকে মুক্তির কথা বলেন অর্থমন্ত্রী৷

https://p.dw.com/p/1EULT
Symbolbild Griechenland Wirtschaft Finanzkrise
ছবি: picture-alliance/AP

সম্প্রতি ডানপন্থি ইন্ডিপেন্ডেন্ট গ্রিকস দলের সঙ্গে মিলে জোট সরকার গঠন করেছে গ্রিসের বামপন্থি দল সিরজা৷ সিরজার নেতা আলেক্সিস সিপ্রাস হয়েছেন প্রধানমন্ত্রী৷ ক্ষমতায় আরোহণের এক সপ্তাহের মধ্যেই সিপ্রাস সরকার বুঝিয়ে দিয়েছে, পূর্ববর্তী সরকারের অনুসৃত সব পথ তাদের পছন্দ নয়৷ বিশেষ করে দেশের ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করতে তাঁরা আর ঋণ-মুখাপেক্ষী থাকতে চান না৷

গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিস ফ্রান্স সফরে গিয়ে বলেছেন, দেশের অর্থনীতিকে চাঙা করতে সরকার শিগগিরই নতুন পরিকল্পনা প্রণয়ন করবে৷ আগামী ফেব্রুয়ারির মধ্যে পরিকল্পনা চূড়ান্ত হবে বলে জানালেও সে পরিকল্পনা সম্পর্কে বেশি কিছু বলেননি৷ তবে একটা কথা খুব স্পষ্ট করে বলেছেন ইয়ানিস ভারোফাকিস, তাঁর মতে, ‘‘গত পাঁচ বছর ধরে গ্রিস কেবল পরবর্তী ঋণের কিস্তি কখন আসবে সেদিকেই তাকিয়ে থেকেছে৷ আমরা এতে নেশাগ্রস্থদের সঙ্গে মিল দেখেছি, নেশাগ্রস্থরা যেমন এক ‘ডোজ' শেষ হতে না হতেই পরের ডোজের কথা ভাবতে শুরু করে, সেরকম ছিল পরিস্থিতি৷'' সিপ্রাস সরকার সেই অবস্থা থেকে বেরিয়ে আসবে – এমন অঙ্গীকারের কথা জানাতে গিয়ে গ্রিসের অর্থমন্ত্রী বলেন, ‘‘নতুন সরকার এই নেশাগ্রস্থতার অবসান ঘটাবে৷'' কীভাবে? তিনি জানান, ফ্রেব্রুয়ারির মধ্যেই এর একটি রূপরেখা দাঁড় করানো হবে৷

Alexis Tsipras in Zypern Nicos Anastasiades Ankunft
সাইপ্রাসের প্রেসিডেন্টের সঙ্গে গ্রিক প্রধানমন্ত্রী সিপ্রাস (ডানে)ছবি: Reuters/Yiannis Kourtoglou

গ্রিসের জন্য আগামী কয়েকটা দিন খুব গুরুত্বপূর্ণ৷ এ সপ্তাহেই নতুন প্রধানমন্ত্রী সিপ্রাস এবং অর্থমন্ত্রী ভারোফাকিস ইইউ নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন৷

এসিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান