1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অব্যাহতি আদেশের বিরুদ্ধে আদালতে ইউনূস

৩ মার্চ ২০১১

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস অবশেষে ঢাকায় উচ্চ আদালতের দ্বারস্থ হলেন৷ কেন্দ্রীয় ব্যাংক গতকাল ইউনূসকে অব্যাহতি আদেশ দেয়৷ এই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন ইউনূস৷

https://p.dw.com/p/10Siv
বাংলাদেশ এবং বিদেশে অত্যন্ত জনপ্রিয় প্রফেসর ইউনূসছবি: AP

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, বৃহস্পতিবার হাইকোর্টে মুহাম্মদ ইউনূসের করা রিট আবেদনের ওপর এক দফা শুনানি হয়েছে৷ এতে নোবেল বিজয়ীর পক্ষে বক্তব্য রাখেন ড. কামাল হোসেন৷

অপর বার্তা সংস্থা বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, ড. ইউনূসের পক্ষে শুনানি করছেন ডক্টর কামাল হোসেন৷ তিনি শুনানিতে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. ইউনূসের অব্যাহতি অযৌক্তিক বলে উল্লেখ করেন৷

শুনানির সময় ক্ষদ্রঋণের জনক আদালতেই উপস্থিত ছিলেন৷ দুপুর সাড়ে ১২টার দিকে বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে আবেদনটির ওপর শুনানি শুরু হয়৷ দুপুর একটায় শুনানি মুলতবি করা হয়েছে৷ দুপুরের পর আবারো শুনানি শুরু হওয়ার কথা রয়েছে৷

Flash-Galerie Friedensnobelpreisträger 2006 Muhammad Yunus und Grameen Bank
২০০৬ সালে যৌথভাবে শান্তিতে নোবেল জয় করেন প্রফেসর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকছবি: AP

এর আগে, বুধবার ইউনূসকে গ্রামীণ ব্যাংকের প্রধান নির্বাহী বা ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক৷ এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অনির্দিষ্টকালের জন্য মুহাম্মদ ইউনূসের নিয়োগের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ '৮৩-এর ১৪(১) ধারা অনুসারে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেওয়া হয়নি৷ তাই ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পদে মুহাম্মদ ইউনূসের বহাল থাকা বৈধ নয়৷

বলাবাহুল্য, কেন্দ্রীয় ব্যাংক এই অব্যাহতি আদেশ জারির পর এর বিরুদ্ধে আইনী লড়াইয়ের ঘোষণা দেন ইউনূস৷

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন আগামী ৮ মার্চ এই বিষয়ে ইউনূসের সঙ্গে বৈঠক করবেন৷ ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস৷ নরওয়ে সরকার ইউনূসকে অব্যাহতির খবরে দুঃখ প্রকাশ করেছে৷

উল্লেখ্য ১৯৮৩ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন প্রফেসর মুহাম্মদ ইউনূস৷ সে সময় ব্যাংকের মালিকানায় সরকারের শেয়ার বেশি থাকলেও ১৯৮৬ সালে এতে পরিবর্তন আসে৷ তখন ব্যাংকটিতে সরকার, কৃষি ব্যাংক এবং সোনালী ব্যাংকের শেয়ার দাঁড়ায় ২৫ শতাংশ৷ বাকি শেয়ারের মালিক গ্রামীণ ব্যাংকের ঋণীরা৷ ২০০৬ সালে যৌথভাবে শান্তিতে নোবেল জয় করেন ইউনূস এবং গ্রামীণ ব্যাংক৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য