1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর অ্যামেরিকা

অনিয়ন্ত্রিত ক্ষমতা চাইছেন ট্রাম্প, অভিযোগ কমলার

৩০ অক্টোবর ২০২৪

কমলা হ্যারিসের মন্তব্যের বিরোধিতা করেছে ট্রাম্পের প্রচার টিম। তারা বলেছে, নিজেদের ভুল ঢাকতেই এসব বলতে হচ্ছে হ্যারিসকে।

https://p.dw.com/p/4mNob
ওয়াশিংটনে হ্যারিসের বক্তৃতা
কমলা হ্যারিসছবি: Stephanie Scarbrough/AP Photo/picture alliance

চার বছর আগে নির্বাচনে হেরে ক্যাপিটল ভবন আক্রমণ করেছিল ট্রাম্পের সমর্থকেরা। অভিযোগ, ট্রাম্পের বক্তৃতা শুনে জনতা ক্যাপিটল ভবন আক্রমণের পথে হেঁটেছিল। ওয়াশিংটনে সেই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে ৪০ মিনিট বক্তৃতা করেছেন কমলা হ্যারিস। সকলকে মনে করিয়ে দিয়েছেন, কীভাবে চার বছর আগে ক্যাপিটল ভবন আক্রমণে ইন্ধন জুগিয়েছিলেন ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে হ্যারিস অভিযোগ করেছেন, ট্রাম্প যে ক্ষমতার কথা প্রচার করছেন, তা আসলে গণতান্ত্রিক নয়। এক অনিয়ন্ত্রিত ক্ষমতার কথা বলছেন ডনাল্ড ট্রাম্প। দেশের গণতন্ত্রের জন্য যা কখনোই মঙ্গলজনক নয়।

মার্কিন নির্বাচন: ইলেক্টোরাল কলেজ কী?

এদিকে হ্যারিসের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ট্রাম্পের প্রচার টিম। বলা হয়েছে, হ্যারিস নিজেদের দুর্বলতা ঢাকতে এসব কথা বলছেন। বস্তুত, গত চার বছর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছেন হ্যারিস। এই সময়ের মধ্যে একের পর এক যুদ্ধ শুরু হয়েছে, মার্কিন অর্থনীতি মুদ্রাস্ফীতির চরমে পৌঁছেছে, অভিবাসন সমস্যা প্রবলভাবে বেড়েছে। বাইডেন এবং হ্যারিসের প্রশাসন এই সমস্ত বিষয়েই ব্যর্থ হয়েছে। সে জন্যই ইতিহাস টেনে এনে ট্রাম্পের বিরুদ্ধে প্রচার করতে হচ্ছে তাকে।

এদিন হ্যারিসের বক্তৃতা শোনার জন্য প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন ওয়াশিংটনে। ডিডাব্লিউর ওয়াশিংটন ব্যুরোর প্রধান ইনেস পোল কমলা হ্যারিসের এই সভাকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন। হ্যারিসের জায়গা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। পাশাপাশি ইনেস লিখেছেন, এখনো পর্যন্ত হ্যারিসের দেওয়া সবচেয়ে শক্তিশালী বক্তৃতা এটি।

মিশেল ওবামার মিছিল

এদিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা জর্জিয়ায় বিরাট মিছিল করেছেন। সকলের কাছে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। তার বক্তব্য, এবারের নির্বাচন যে টান টান হবে, তা সকলেই বুঝতে পারছেন। খুব কম ভোটে বিভিন্ন জায়গায় ফলাফল নির্ধারিত হবে। তাই যারা ভাবছেন ভোট দিয়ে লাভ নেই, তাদেরকেও বাড়ি থেকে বের হতে হবে এবং নির্বাচনে অংশ নিতে হবে। প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুইং স্টেটগুলিতে তা আরো বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচনে অংশ নেওয়ার প্রচার চালাচ্ছেন মিশেল। এদিন তার মিছিলে যোগ দিয়েছিলেন অন্তত দুই হাজার মানুষ।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)