1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিরো পারফরমার চান সাকিব

২৬ অক্টোবর ২০২২

বোলিং করতে নেমে প্রথম দুই বলেই দুই উইকেট নেন তাসকিন আহমেদ৷ আর ঘুরে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডস, জয় পায় বাংলাদেশ৷ আগামী ম্যাচগুলোতেও তাসকিনের মতো এমন পারফরমারই খুঁজছেন অধিনায়ক সাকিব আল হাসান৷

https://p.dw.com/p/4Igmn
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

সিডনিতে বৃহস্পতিবার সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ৷ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি ক্রিকেটের খেলার ধরন নিয়ে আলোচনা করলেন সাকিব৷ তার মতে, টি-টোয়েন্টিতে পারফরমার বেশি থাকবে না৷ তবে যে ভালো করবে তার পারফরম্যান্স যেন বড় হয়৷

নেদারল্যান্ডসের বিপক্ষেই যেমন৷ তাসকিন শুরুতে দলকে এগিয়ে দিয়েছেন৷ পরে আরও দুই উইকেট নিয়ে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার৷ তেমনই কেউ একজন আবার নিজেকে মেলে ধরলে প্রোটিয়াদের বিপক্ষে হাসিমুখে মাঠ ছাড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক৷

‘‘টি-টোয়েন্টি আসলে মোমেন্টামের খেলা তো, মোমেন্টামটা ধরাটা খুব জরুরি এবং সেটা বজায় রাখাটাও গুরুত্বপূর্ণ৷ ওয়ানডে ও টেস্টে সাধারণত পারফরমারের সংখ্যাটা বেশি থাকে৷ টি-টোয়েন্টিতে কিন্তু অত বেশি থাকার সুযোগটা নেই৷ কম পারফরমার থাকবে কিন্তু ওদের পারফরম্যান্সটা একটু বড় হতে হয়৷”

‘‘আমি এটা আশা করছি যে, আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের জন্য আরেকটা সুযোগ৷ আমাদের ১১ জনের যারা খেলবে তাদের মধ্যে একজনের হিরো হওয়ার সম্ভাবনা আছে৷ তো ওই হিরোটা কে হবে সেটাই দেখার৷ ওগুলোই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে৷”

কে হবেন সেই হিরো? নির্দিষ্ট করে কারও নাম বলতে রাজি নন সাকিব৷ যার সামনে যে সুযোগ আসবে সেটি কাজে লাগানোর মানসিকতার তাগিদ দিলেন বাংলাদেশ অধিনায়ক৷ খোলা মনে খেলা উপভোগ করার কথা বললেন বিশ্বসেরা অলরাউন্ডার৷

‘‘ওপেনারদের সুযোগ আছে ২০ ওভার ব্যাটিং করার৷ কেন তারা পারবে না? আমি বিশ্বাস করি তারা করতে পারবে৷ কিংবা আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে আগেরদিন, কেন আমরা আবার ১০ উইকেট নিতে পারব না৷ তো আমাদের চিন্তাই থাকবে ওরকম৷ আমরা খোলা মনে যেতে চাই, খেলাটা উপভোগ করতে চাই, আক্রমণাত্মক থাকতে চাই৷ অবশ্যই রোমাঞ্চকর ক্রিকেট খেলতে চাই এবং দিন শেষে হাসিমুখে ফিরে আসতে চাই৷”

তাক লাগানো পারফরম্যান্সের ওপর পুরোপুরি নির্ভর করার পক্ষে নন বাংলাদেশ অধিনায়ক৷ দলগতভাবে ধারাবাহিক ভালো করার দিকেই বেশি মনোযোগ সাকিবের৷

‘‘চমকে দেওয়ার মতো কিছু হলে সেটা তো চমকই হলো৷ কিছু কিছু ব্যতিক্রম থাকে যেটা উদাহরণ হতে পারে না৷ উদাহরণ হলো যখন দলগতভাবে পারফর্ম করছে, কেউ না কেউ প্রতিদিন পারফর্ম করছে৷ দলের কেউ হয়তো ধারাবাহিকভাবে ভালো খেলছে৷ সেই দলগুলোই হয়তো দীর্ঘমেয়াদে ভালো খেলে৷ আমরা ওরকমই পারফরম্যান্স চাই৷”

তবে ব্যতিক্রমী পারফরম্যান্সের গুরুত্বটাও জানেন সাকিব৷ এমন কিছু হলে প্রতিপক্ষকে চাপে ফেলা সহজ বলে মনে করেন  বিশ্বসেরা এ অলরাউন্ডার৷  

বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘‘যদি দু-একটা ব্যতিক্রমী পারফরম্যান্স হয় সেটাকে আমরা স্বাদরে গ্রহণ করবো৷ আমরা চাইব প্রতি ম্যাচেই এরকম এক-দুইটা ব্যতিক্রমী পারফরম্যান্স হোক৷ যেটা খেলার মোড়টা ঘুরিয়ে দেয় অনেক বেশি৷ বিশেষ করে এটা যেহেতু অনেক ছোট একটা সংস্করণ৷ ওরকম একটা পারফরম্যান্স হলে প্রতিপক্ষের জন্য ঘুরে দাঁড়ানোটা অনেক বেশি কঠিন হয়ে যায়৷”

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য