সিয়েরা লিওনে তেল ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত অনেক
৬ নভেম্বর ২০২১গ্যাস স্টেশনটিতে ছিদ্র হওয়া একটি ট্যাংকার থেকে তেল সংগ্রহ করতে শুক্রবার বিপুল মানুষ জড়ো হয়েছিলেন৷ এর মধ্যেই ঘটে প্রকাণ্ড বিস্ফোরণের ঘটনাটি৷ এসময় চারপাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়, অগ্নিদগ্ধ হন আশেপাশে রাস্তায় ও গাড়িতে থাকা মানুষ৷
ফ্রিটাউনের কনট হাসপাতালের মর্গে শনিবার সকালে অন্তত ৯২টি মরদেহ আনা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ অন্যদিকে বার্তা সংস্থা এএফপিকে রেডক্রসের একজন উদ্ধারকর্মী জানিয়েছেন তারা গত রাতেই ৮০টি মরদেহ উদ্ধার করেছেন৷
শতাধিক মানুষ রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন উপ স্বাস্থ্যমন্ত্রী আমারা জামবাই৷ বন্দর নগরীটির মেয়র ইভোনে আকি-সয়্যার ফেসবুক পোস্টে জানিয়েছেন, হতাহতদের মধ্যে ট্যাংকার থেকে তেল সংগ্রহ করতে আসা মানুষও আছেন৷ গুরুতর আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে বলে জানান একটি হাসপাতালের একজন নার্স৷ একে ভয়াবহ দুর্ঘটনা অ্যাখ্যায়িত করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ব্রিমা বুরেহ সেসে বলেন, ‘‘আমরা অনেক হতাহত, পোড়া লাশ পেয়েছি৷’’
এই ঘটনায় দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন স্কটল্যান্ডে জলবায়ু সম্মেলনে অবস্থানরত সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাডা বিও৷ হতাহতের পরিবারের সহায়তায় সরকার সবকিছু করবে বলে আশ্বাস দেন তিনি৷
সাব-সাহারা আফ্রিকা অঞ্চলে এমন দুর্ঘটনা এবারই প্রথম নয়৷ ২০১৯ সালে তানজানিয়ায় ট্যাংকার বিস্ফোরণে ৮৫ জন মারা যান৷ ২০১৮ সালে এমনই আরেক ঘটনায় কঙ্গোতে প্রায় অর্ধশত প্রাণ হারান৷
এফএস/জেডএ (এপি, এএফপি, রয়টার্স)